এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,১১ নভেম্বর : পশ্চিমবঙ্গে হাওয়াই চটি নিয়ে চর্চা দীর্ঘদিনের । কারণ মুখ্যমন্ত্রী লমমতা ব্যানার্জি নাকি হাওয়াই চটি ছাড়া পড়েন না । কিন্তু কত দামের চটি পড়েন মমতা ব্যানার্জি ? এ প্রশ্ন অনেকের মনে দীর্ঘদিন ধরে ঘুরপাক খাচ্ছে রাজ্যবাসীর মনে । আজ মুখ্যমন্ত্রীর সেই বহুল চর্চিত হাওয়াই চটির দাম বলে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি কারোর নাম না করে বলেন,ওই হাওয়াই চটির দাম ৪৪০০ টাকা । তবে নাম না করলেও তার ইঙ্গিত যে ছিল মমতা ব্যানার্জির দিকে সেটা স্পষ্ট ।
আসলে, উপনির্বাচনে তালডাংরা বিধানসভার বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তীর সমর্থনে নির্বাচনী প্রচারে আজ সোমবার সিমলাপালে জনসভা করেন শুভেন্দু অধিকারী । বক্তব্য রাখার সময় তিনি বলেন,’আমি এক ৮০ বছরের মাকে প্রণাম করতে গিয়েছিলাম, জুতোটা খুলে । মাকে প্রণাম করলাম, আমাকে বলতে হয়নি । মা বললেন যে ‘এটা বাংলা থেকে যাবে কবে’ ? এটা মানে কে বলুন তো ? মমতা ।’ সেই সময় শ্রোতাদের মধ্যে কেউ মন্তব্য করেন, ‘হাওয়াই চটি’ । এরপর শুভেন্দু অধিকারী বলেন,’ওই হাওয়াই চটির দাম ৪৪০০ টাকা, ভাই । আগে অজন্তার ছিল ১৭৫ টাকা ৷ ওটা উনি পড়েন না । এখন ৪৪০০ টাকার পড়েন । আর অ্যাডিডাসের লোগোটা ব্লেড দিয়ে তুলে দেন । ওসব ঢপ বাজি আমাদের দেখা হয়ে গেছে । আমি ২১ বছর সংসার করেছি তো, আপনাদের থেকে আমি বেশি জানি ।’ পাশাপাশি পাথর, বালি এবং কয়লা পাচার নিয়ে শাসক দলকে কার্যত তুলোধুনো করেন বিরোধী দল নেতা ।
প্রসঙ্গত,আগামী বুধবার নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, সিতাই এবং মাদারিহাট বিধানসভা উপনির্বাচন হতে চলেছে । ২০২৬ সালের রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে এই উপনির্বাচন শাসক দল তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপির লিটমাস টেস্ট বলে মনে করা হচ্ছে । ওই ছটি বিধানসভার মধ্যে মাদারিহাট ছাড়া সবকটি আসন বর্তমানে তৃণমূলের দখলে রয়েছে। এখন প্রশ্ন যে শাসক দল নিজেদের আসন ধরে রাখতে পারবে কিনা । কারণ একের পর এক দুর্নীতি ইস্যু এবং আরজিকর কাণ্ডে ব্যাকফুটে রয়েছেন মমতা ব্যানার্জি । বিশেষ করে আরজিকর ইস্যুতে রাজ্য পুলিশ এবং মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিস্তর ক্ষোভ রয়েছে সাধারণ মানুষের মধ্যে । এই কাটিয়ে উঠে কতটা তিনি দলকে সাফল্য দেখাতে পারেন সেটাই লক্ষ্যণীয় বিষয় । তবে এদিন তালডাংরায় শুভেন্দু অধিকারীর দীর্ঘ পথ রোডশোতে যেভাবে মানুষের ঢল নেমেছিল তা শাসক দলের জন্য চিন্তার কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে ।।