আমিরুল ইসলাম,ভাতাড়,০৫ ডিসেম্বর ঃ খোলা বাজারে আলুর দাম নিম্নমুখী । তাই সরকারি মুল্যে আলু কেনার আগ্রহ হারাচ্ছেন পুর্ব বর্ধমান জেলার ভাতাড়ের বাসিন্দারা । শনিবার সকালে দেখা গেল ভাতাড় কৃষিমান্ডিতে আরএমসির কাউন্টারে সরকারি সহায়ক মূল্য ২৫ টাকা কেজি দরে আলু কেনার ভিড় কার্যত নেই বললেই চলে । হাতে গোনা কয়েকজন গিয়েছেন সেখানে আলু কিনতে ।
এদিন ভাতাড়ে খোলাবাজারে ৩০ টাকা কেজি দরে আলু বিক্রি হয়েছে । কিন্তু সরকারি মুল্যের থেকে কেজি প্রতি ৫ টাকা দাম বেশি হলেও ক্রেতাদের আরএমসির কাউন্টার মুখো হতে দেখা যায়নি । কিন্তু কেন ? ক্রেতারা জানিয়েছেন, খোলাবাজারে আলুর দাম তুলনামুলকভাবে একটু বেশি হলেও তাঁরা বাছাই করে আলু কিনতে পারছেন । ওই সুবিধাটা আরএমসির কাউন্টারে নেই । তাই তাঁরা আলু কিনতে খোলা বাজারেই যাচ্ছেন । স্থানীয় শব্জি বিক্রেতারা জানিয়েছেন,আর কিছু দিন পর নতুন আলু বাজারে চলে আসবে। তখন আলুর দাম আরও অনেক নেমে যাবে। তাতে ক্রেতাদের অনেক সুরাহা হবে ।।