এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,২৪ ফেব্রুয়ারী : মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাঙ্কের নেতৃত্ব দেওয়ার জন্য প্রাক্তন মাস্টারকার্ড সিইও ভারতীয় বংশভূত অজয় বাঙ্গাকে(Ajay Banga) মনোনীত করছে । মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন বৃহস্পতিবার ঘোষণা করেছেন, তাঁকে জলবায়ু পরিবর্তন সহ বৈশ্বিক চ্যালেঞ্জের সমালোচনামূলক অভিজ্ঞতার কৃতিত্ব স্বরূপ এই দায়িত্ব দেওয়া হয়েছে । ট্রাম্প নিযুক্ত ডেভিড ম্যালপাস সংস্থার নেতৃত্বে তার ভূমিকা থেকে জুনে পদত্যাগ করার পরিকল্পনা ঘোষণা করার কয়েকদিন পরেই এই খবর আসে। ম্যালপাসের পাঁচ বছরের মেয়াদ ২০২৪ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল । ট্রাম্প জমানায় মার্কিন অর্থ বিভাগের আন্তর্জাতিক বিষয়ক শীর্ষ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন ম্যালপাস। এরপর ২০১৯ সালের এপ্রিলে তিনি বিশ্বব্যাঙ্কের দায়িত্ব পান। এর আগে তিনি এক দশকের বেশি সময় অধুনালুপ্ত বিনিয়োগ ব্যাঙ্ক বিয়ার স্টার্নসের প্রধান অর্থনীতিবিদ ছিলেন। ম্যালপাসের পদত্যাগের ঘোষণার পর তাঁর স্থলে অজয় বাঙ্গাকে বেছে নেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ।
৬৩ বছর বয়সী অজয় বাঙ্গা ভারতের পুনেতে জন্মগ্রহণ করেন। দিল্লির সেন্ট স্টিফেনস কলেজ থেকে তিনি অর্থনীতিতে স্নাতক করেন এবং তারপর আহমেদাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। পড়াশোনা শেষ করে অজয় বাঙ্গা নেস্লে ইন্ডিয়ায় কর্মজীবন শুরু করেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের সিটি ব্যাংকের ভারত ও মালয়েশিয়া শাখায় কাজ করেন । ১৯৯৬ সালে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। এরপর ১৩ বছর তিনি পেপসিকোর বিভিন্ন পদে কাজ করেন। তিনি পেপসিকোর ভারত ও দক্ষিণ–পূর্ব এশিয়া অঞ্চলের সিইও হিসেবেও দায়িত্ব পালন করেছেন । বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ইকুইটি প্রতিষ্ঠান জেনারেল আটলান্টিকের ভাইস চেয়ারম্যান পদে কর্মরত। এর আগে তিনি মাস্টারকার্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ছিলেন ।।