এইদিন ওয়েবডেস্ক,ওয়েলিংটন,২৮ নভেম্বর : নিজেই সাইকেল চালিয়ে হাসপাতালে গেলেন অন্তঃসত্ত্বা সাংসদ । জন্ম দিলেন একটি সুস্থ সন্তানের । নিউজিল্যান্ডের সাংসদ জুলি অ্যান জেন্টারের এই কীর্তি বিশ্বজুড়ে রীতিমত চর্চার বিষয় হয়ে গেছে । প্রসঙ্গত,রবিবার ভোররাত্রি প্রায় ২ টার দিকে নিউজিল্যান্ডের সাংসদ জুলি অ্যান জেন্টারের প্রসব বেদনা শুরু হয় । এরপর তিনি সাইকেল চালিয়ে সোজা হাসপাতালের অভিমুখে রওনা হন । পরে হাসপাতালে একটি সুস্থ সন্তানের জন্ম দেন । এটিই জুলি অ্যান জেন্টারের প্রথম বসন্তান বলে জানা গেছে ।
সন্তানের জন্ম দেওয়ার পর নিজের ফেসবুক পেজে নিজের বেশ কিছু ছবি শেয়ার করেন ওই মহিলা সাংসদ । ছবিতে দেখা গেছে তিনি একটি সাইকেল চালিয়ে যাচ্ছেন । হাসপাতালে স্বামী ও সন্তানের সঙ্গে নিজের ছবিও শেয়ার করেন জুলি অ্যান জেন্টার । ক্যাপশনে তিনি লেখেন,’আজ সকাল তিনটায় আমাদের পরিবারে একজন নতুন সদস্যকে স্বাগত জানানো হয়েছে । আমি সাইকেলে আমার প্রসব বেদনার কথা কখনও ভাবিনি,কিন্তু সেটাই হয়েছে । হাসপাতালের যাবার সময় আমাদের কোনও সমস্যা হয়নি । তবে হাসপাতালের দূরত্ব অতিক্রম করতে আমাদের দশ মিনিট সময় লেগেছে । এখন আমাদের একটি সুন্দর সুস্থ শিশু রয়েছে যে তার বাবার কোলে ঘুমাচ্ছে ।’ সেই সঙ্গে তিনি হাসপাতালের চিকিৎসক ও স্থাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘হাসপাতালে পৌঁছানোর পর একটি দুর্দান্ত দলের কাছ থেকে দুর্দান্ত যত্ন এবং সমর্থন পেয়ে নিজেকে ধন্য মনে করছি । যার ফলে খুব দ্রুত ডেলিভারি সম্ভব হয়েছে ।’
এদিকে সাংসদ জুলি অ্যান জেন্টারের এই কাহিনী সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হচ্ছে ।নিউজিল্যান্ড ছাড়াও গোটা বিশ্বজুড়ে মানুষ জুলি অ্যানকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন ।।