এইদিন ওয়েবডেস্ক,প্রয়াগরাজ,১৯ জানুয়ারী : জিটি রোড সম্প্রসারণে বাধার সৃষ্টি করায় সরকারি জায়গায় নির্মিত মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে দিল উত্তরপ্রদেশের প্রয়াগরাজ প্রশাসন । প্রয়াগরাজের হান্ডিয়া এলাকায় জিটি রোডের পাশেই ছিল ‘শাহী মসজিদ’ নামে পরিচিত ওই মসজিদটি । শের শাহ সুরির আমলে ১৫৩৭ থেকে ১৫৪৫ খ্রিস্টাব্দের মধ্যে নির্মান করা হয়েছিল মসজিদটি । কিন্তু মসজিদটির কারনে এতদিন ধরে জিটি রোড সম্প্রসারণের কাজ আটকে ছিল ।
শেষ পর্যন্ত গ্র্যান্ড ট্রাঙ্ক রাস্তা প্রশস্ত করার জন্য রাজ্য প্রশাসন মসজিদটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় । মসজিদ ভাঙার উপর স্থগিতাদেশ চেয়ে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল মসজিদ কমিটি । শাহী মসজিদের ইন্তেজামিয়া কমিটি যুক্তি দিয়েছিল যে নির্মাণটি দীর্ঘকাল স্বাধীনতার আগে থেকেই বিদ্যমান রয়েছে । তাই সেটি যেন ভেঙে ফেলার অনুমতি না দেওয়া হয় । এনিয়ে একটি রিট পিটিশন দাখিল করা হয়েছিল । কিন্তু ২০২২ সালের আগস্টে তা খারিজ করে দেয় আদালত । এরপর মসজিদ কমিটি নিম্ন আদালতে আবেদন করে । এরপর গত ৯ জানুয়ারী মসজিদটি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ।
মসজিদের ইমাম মোহম্মদ বাবুল হুসাইন বলেন, ‘আগামী ১৬ জানুয়ারির নিম্ন আদালতে এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছিল। কিন্তু আদালতে শুনানির আগেই মসজিদটি ভেঙে ফেলা হয়েছে ।’ এনিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন । অন্যদিকে প্রয়াগরাজ প্রশাসন জানিয়েছে, সরকারি জায়গার উপর মসজিদটি ছিল । এলাহাবাদ হাইকোর্টের অনুমতি পাওয়ার পরই তা ভেঙে ফেলা হয়েছে ।।