এইদিন ওয়েবডেস্ক,তমলুক,১২ অক্টোবর : একদিকে যখন এসআইআর নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি ও তার দলের নেতারা নির্বাচন কমিশনের দিকে একের পর এক তোপ দাগছেন,পাশাপাশি অন্যদিকে রোহিঙ্গা এবং বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশ নিয়ে রাজেশ শাসক দলকে ক্রমাগত বিঁধে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি । আজ রবিবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে একটা চাঞ্চল্যকর অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী । তিনি দাবি করেছেন যে যেখানে দেশের গড় জনসংখ্যা বৃদ্ধি ৭ শতাংশ সেখানে কলকাতার রাজারহাট নিউটাউনে যে ৩২ শতাংশ জনসংখ্যা বেড়েছে ৷ তিনি প্রশ্ন তুলেছেন, তারা কারা ?
আজ তমলুক সাংগঠনিক জেলার খঞ্চিতে জেলা বিজেপির বিজয়া সম্মেলনে উপস্থিত হয়েছিলেন শুভেন্দু অধিকারী৷ উপস্থিত নেতাকর্মীদের মাঝে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,’একজন জন্মেছে কিন্তু ১.৬৪ জন ভোটার হয়েছে । এরা কারা ? ভারতবর্ষে গড় ভোটার ৭ শতাংশ বেড়েছে । আর রাজারহাট নিউটাউনে ৩২ শতাংশ বেড়েছে । এরকম ১০২ টা বিধানসভা আছে। যেখানে কুড়ি থেকে ত্রিশ শতাংশ ভোটার বেড়েছে । এরা কারা ?’ অবশ্য
তিনি এই প্রশ্নের উত্তরও দিয়ে দিয়েছেন । শুভেন্দু বলেন, ‘তারা খালা মমতার ৫৪০ কিলোমিটার বর্ডার খুলে রেখেছে বিএসএফ-কে । এরা বাংলাদেশের মুসলমান আর বার্মা থেকে কক্সবাজার হয়ে বাংলায় ঢুকে পড়া রোহিঙ্গা ।’
তিনি রাজ্যের শাসক দলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসার পর বদলাও হবে বদল হবে৷ শুভেন্দু অধিকারী বলেছেন,’ওদের তো ২২০টা লোক । কি করে লড়তে হয় দেখিয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি । ২০১১ সালে প্রধান বিরোধীদল সিপিএম দেখাতে পারেনি৷ ২০১৭ সালে প্রধান বিরোধী দল কংগ্রস দেখাতে পারেনি । এত মেজরিটি, এত পঞ্চায়েত, এতো পুলিশ….৩০-৩২-৩৩ শতাংশ মুসলিম ভোটের ১০০ তে ৯৯…. তারপরেও বিরোধী দল কাকে বলে ভারতীয় জনতা পাঠিয়ে দেখিয়ে দিয়েছে । এত অত্যাচার করেছেন ভেবেছেন ছেড়ে দেবো ? বদল হবে বদলাও হবে । সুদে আসলে তুলে নেব ।’
রাজ্যে একের পর এক ধর্ষণ গণধর্ষণের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এক হাত নিয়েছেন শুভেন্দু । তিনি বলেন,’১৩ বছরের মেয়েটাকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করে দিয়েছে৷ আর মুখ্যমন্ত্রী বলছেন রাত্রে বেরোনো যাবে না । বিশ্বের যা কিছু তৈরি হয়েছে তারাও অর্ধেক যদি নর করে তাহলে অর্ধেক তার গড়িয়াছে নারী । এই হচ্ছে বাংলার মেয়ে ? ২০২১ সালের ঢোল তবলা বাজিয়ে বলেছিলেন না বাংলা বাংলার মেয়েকে চায় । তাই আমাদের সকলের দায়িত্ব আগামী এপ্রিল মাসে খালা মমতা ব্যানার্জিকে ইভিএমএ বিসর্জন দেওয়া ৷ এই লড়াই বাঁচার লড়াই ।’
জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে ১৩ বছর বয়সী রাজবংশী কিশোরীকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করে দেওয়ার ঘটনার প্রসঙ্গ তুলেছেন তিনি । তিনি বলেন, সপ্তম শ্রেণীর ছাত্রী বছর বয়সী এক নাবালিকাকে ষাটোর্ধ্ব এক জেহাদি ডালিম মহম্মদ ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করে দেয় । ভাবুন আমরা কোন দেশে আছি ?’
রাজগঞ্জের ওই ঘটনা প্রসঙ্গে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন,’জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে ১৩ বছর বয়সী এক নাবালিকাকে ষাটোর্ধ্ব এক জেহাদি ডালিম মহম্মদ ধর্ষণ করে। ঘটনার কথা প্রকাশ্যে আসার পর নাবালিকার বাবার অভিযোগের ভিত্তিতে সেই জেহাদি ডালিম মহম্মদ বর্তমানে গারদের পেছনে। আজ রাজগঞ্জে বিধায়ক শ্রী দীপক বর্মন ও বিধায়ক ডঃ শঙ্কর ঘোষের নেতৃত্বে বিজেপি বিধায়কদের একটি প্রতিনিধি দল নির্যাতিতার বাড়িতে তাঁর পরিবারের সাথে সাক্ষাৎ করে পাশে থাকার বার্তা দিয়েছেন। বিজেপির পক্ষ থেকে নির্যাতিতার পড়াশোনার জন্য আর্থিক সাহায্য পরিবারের হাতে তুলে দিয়ে তার ভবিষ্যতে লেখাপড়ার সমস্ত দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করেছে বিজেপি পরিবার এবং সেই সাথে সঠিক বিচার পেতে দোষীর উপযুক্ত শাস্তি না হওয়া পর্যন্ত সব রকম আইনি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি বিজেপি পরিবারের পক্ষ থেকে নির্যাতিতার পরিবারকে দেওয়া হয়েছে।’।

