এইদিন ওয়েবডেস্ক,তেল আবিব,১৭ অক্টোবর : সন্ত্রাসী সংগঠন ‘হামাস’-এর সমর্থনে সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক পোস্ট করার অভিযোগে ফিলিস্তিনের জনপ্রিয় গায়িকা দালাল আবু আমনেহকে গ্রেফতার করেছে ইসরাইলের সেনা । সোমবার রাতে নাজারেথের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয় ।অ্যামনেহ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেষ দুটি পোস্ট গাজায় কাজ করা দাতব্য সংস্থার তার কাজের বর্ণনা দিয়েছিলেন। আর সেখানেই তিনি কিছু উৎকানিমূলক মন্তব্য লেখেন বলে অভিযোগ । আরব ২৪ ওয়েবসাইটকে আমনেহের আইনজীবীরা বলেছেন, ইসরাইলের পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেছে। পুলিশ বলছে, তার আটকের মেয়াদ বাড়ানোর কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। রুটিন জিজ্ঞাসাবাদ শেষে গায়িকা আমনেহকে ছেড়ে দেওয়া হতে পারে।
ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে সওয়াল করে প্রশিক্ষিত স্নায়ুবিজ্ঞানী দালাল আবু আমনেহের গাওয়া গান ‘এহনে ফ্লেস্টিনিয়া’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে আরব দেশগুলিতে । তবে এই গানের ছত্রে ছত্রে ইহুদি বিদ্বেষ এবং স্বাধীনতার নামে সন্ত্রাসী কর্মকাণ্ডে উৎকানিমূলক কিছু বাক্য রয়েছে বলে অভিযোগ । ওই ফিলিস্থিনি গায়িকার ইনস্টাগ্রামে তিন লাখের বেশি ফলোয়ার রয়েছে। গানের পাশপাশি দুইটি কথিত দাতব্য সংস্থার হয়েও কাজ করেন তিনি । এই দুটো সংস্থাই গাজায় কাজ করছে । ফিলিস্তিনের স্থানীয় গণমাধ্যমগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, আবু আমনেহ দুই সন্তানের মা। এর আগেও তিনি ইসরাইলি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলেন । পরে গায়িকা অভিযোগ তোলেন যে ইসরাইলি বাহিনীর সদস্যরা তাকে হয়রানি করেছে এবং এনিয়ে তিনি মামলাও দায়ের করেছিলেন ।।