এইদিন ওয়েবডেস্ক,সাবরীমালা(কেরালা),১২ ফেব্রুয়ারী : কুম্ভমের মালায়ালম মাসে মাসিক পুজোর জন্য শনিবার থেকে পাঁচ দিনের জন্য খুলে দেওয়া হল কেরালার সবরিমালায় ভগবান আয়াপ্পা মন্দিরের(Lord Ayappa temple) দরজা । এদিন বিকেল ৫.৩০ মিনিটে প্রধান পুরোহিত এমএন পরমেশ্বরন নাম্বুথিরি (MN Parameswaran Namboothiri) গর্ভগৃহ খুলবেন । তান্ত্রী কান্দাররু মহেশ্বররু মোহনারুর (Kandararu Maheswararu Mohanaru) উপস্থিতিতে তিনি প্রদীপ জ্বালাবেন ।
তবে আজ মন্দিরে কোনও অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে না । রবিবার থেকে ভক্তদের মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হবে । তবে যারা ভার্চুয়াল কিউ সিস্টেমের মাধ্যমে বুকিং করেছেন শুধুমাত্র তাদের মন্দিরে যাওয়ার অনুমতি দেওয়া হবে । কর্তৃপক্ষ মন্দিরে প্রতিদিন ১৫ হাজার ভক্তদের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । কিন্তু কঠোর করা হয়েছে কোভিড প্রোটোকল । মন্দিরে আগত পূণ্যার্থীদের অবশ্যই আইডি প্রুফ এবং দুটি COVID-19 ভ্যাকসিন ডোজ বা RT-PCR নেগেটিভ শংসাপত্র শবরীমালা পৌঁছানোর ৩ দিনের মধ্যে মন্দির কর্তৃপক্ষের কাছে জমা করতে হবে ।
বৃহস্পতিবার ১৭ ফেব্রুয়ারি রাতের মধ্যে মাসিক পূজা শেষ হওয়ার পরে মন্দিরের দরজা ফের বন্ধ করে দেওয়া হবে । পরবর্তীতে ৮ মার্চ মালায়ালম মাসে মীনাম এবং উথরাম(Meenam and Uthram)
উৎসবের মাসিক পূজার জন্য মন্দিরটি আবার খুলে দেওয়া হবে । ‘কোদিয়েত্তম'(Kodiyettam) অনুষ্ঠিত হবে ৯ মার্চ । মন্দিরের দরজা ১৯ মার্চ পাঙ্গুনি উথরাম আরাত্তুর (Panguni Uthram Aarattu) পরে বন্ধ হয়ে যাবে ।।
ছবি : সৌজন্যে ট্যুইটার ।