দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৬ জুন : ফের সিসিটিভি ফুটেজের সাহায্য নিয়ে এক ব্যবসায়ীর খোওয়া যাওয়া টাকা উদ্ধার করে ফেরালো পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ । জানা গেছে,ওই ব্যবসায়ীর নাম অক্ষয় ঘোষ । কাটোয়া শহরের খালপাড়ার বাসিন্দা অক্ষয়বাবু গোপালক । শহরের মিষ্টির দোকান ও চায়ের দোকানগুলিতে ঘুরে ঘুরে তিনি দুধ ও ছানা বিক্রি করেন । সোমবার যথারীতি তিনি দুধ ও ছানা বিক্রি করে প্রায় ৯,০০০ টাকা সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন । কিন্তু কাটোয়া শহরের স্টেশন বাজার থেকে শাঁখাইঘাট এলাকার মধ্যে কোনো ভাবে সেই টাকা তার পকেট থেকে পরে যায় । এরপর তিনি কাটোয়া থানার দ্বারস্থ হন ।
জানা গেছে,অক্ষয় ঘোষের কাছ থেকে বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ । তখনই পুলিশ এক ব্যক্তিকে সেই টাকা কুড়িয়ে নিতে দেখে । এরপর ওই ব্যক্তিকে চিহ্নিত করে সেই টাকা উদ্ধার করে পুলিশ । আজ মঙ্গলবার ব্যবসায়ীর হাতে তার খোওয়া যাওয়া টাকা তুলে দেওয়া হয় । প্রসঙ্গত,ইতিপূর্বেও সিসিটিভির সহায়তায় বহু মানুষের হারিয়ে যাওয়া টাকাপয়সা ও গহনা উদ্ধার করতে সক্ষম হয়েছে কাটোয়া থানার পুলিশ । শুধু তাইই নয়,এলাকায় সিসিটিভি নজরদারির কারনে অপরাধ প্রবণতা অনেকাংশে কম হয়েছে বলে মনে করা হচ্ছে ।।