এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৮ জুলাই : মানসিক প্রতিবন্ধী যুবতীকে উদ্ধার করে বাড়ি ফেরাল মালদা জেলার মিলকি ফাঁড়ির পুলিশ । জানা গেছে,শনিবার সন্ধ্যায় অমৃতি এলাকায় মেয়েটি ঘোরাঘুরি করছিল । পুলিশের নজরে পড়ে গেলে তাঁর কাছে গিয়ে কথা বলে জানতে পারে মেয়েটি মানসিকভাবে অসুস্থ । পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় আনে । পরে মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তার নাম মৌসুমী খাতুন (১৯)। বাড়ি পুরাতন মালদার বালিয়া নবাবগঞ্জ এলাকায় । এরপরেই মেয়েটির পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করে মিলকি ফাঁড়ির পুলিশ । রবিবার পরিবারের লোকজন এসে তাঁকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায় ।
যুবতীর পরিবারের লোকজন জানিয়েছেন,বেশ কয়েক মাস আগেই মানসিক অসুস্থতার লক্ষণ দেখা যায় মৌসুমীর ৷ তাঁর চিকিৎসা চলছে । দিন কয়েক আগে পরিবারের লোকজনদের অগোচরে সে বাড়ি থেকে বেড়িয়ে যায় । বেশ কিছুক্ষন পরে বিষয়টি বুঝতে পেরে আশপাশে অনেক খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন । কিন্তু তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি । শেষে পরিবারের পক্ষ থেকে থানায় একটি নিখোঁজ ডাইরি করা হয় । এদিন মেয়েটিকে তাঁর পরিবারের হাতে তুলে দেন মিলকি ফাঁড়ির ওসি মনিরুল ইসলাম । মেয়েটিকে ফিরে পেয়ে পুলিশকে কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁর পরিবারের লোকজন