শ্যামসুন্দর ঘোষ,মেমারি,২৯ অক্টোবর : বেআইনি চোলাই মদের কারবার বন্ধে বড়সড় অভিযান চালালো পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার পুলিশ । মেমারি থানা সাতগেছিয়া পুলিশ ফাঁড়ি এবং আবগারি দপ্তরের যৌথ অভিযানে প্রায় ৪,০০০ লিটার চোলাই মদসহ প্রচুর উপকরণ বাজেয়াপ্ত করা হয় মেমারি-২ ব্লকের অন্তর্গত বড় পলাশন-১ নম্বর অঞ্চলের মন্ডল গ্রাম থেকে । সোমবার বিকেলে ওই মদ উদ্ধারের পর পরে তা নষ্ট করে দেওয়া হয় । যদিও এই ঘটনায় কোনো গ্রেফতারির খবর নেই বলে জানা গেছে ।
জানা গেছে,মেমারি-২ ব্লকের অন্তর্গত বড় পলাশন-১ নম্বর অঞ্চলের মন্ডল গ্রামে দীর্ঘদিন ধরে বেআইনি চোলাই মদের কারবার চলছিল । গোপন সূত্র থেকে খবর পায় মেমারি থানার অন্তর্গত সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ । পুলিশ গোপনে ওই গ্রামের উপর নজর রাখছিল । এরপর সোমবার বিকেল ৪ টা নাগাদ আবগারি বিভাগের লোকজনদের সাথে নিয়ে বিশাল পুলিশ বাহিনী গ্রামে হানা দেয় । মেমারির আবগারি(এক্সাইড) থানার আধিকারিক মোজাম্মেল হক ও সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির আধিকারিক সামাউর রহমান সহ পুলিশের অনান্য আধিকারিকরা অভিযানে সামিল হন । পুলিশকে দেখে চোলাই কারবারিরা পালিয়ে যায় । গ্রামের একাধিক বাড়ি মিলে ২০ লিটারের বেশ কিছি প্লাস্টিকের জার ভর্তি সদ্য তৈরি চোলাই মদ নজরে পড়ে পুলিশের । পুলিশ জানিয়েছে,সব মিলিয়ে প্রায় ৪,০০০ লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করার পর নষ্ট করে দেওয়া হয়েছে । এছাড়া প্রায় ১০০ লিটার আইডি,অ্যালুমিনিয়ামের হাড়ি সহ অন্যান্য উপকরণ বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।।