দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৮ মে : তিনবছরের সন্তানসহ নিখোঁজ হয়ে যাওয়া উত্তরপ্রদেশের এক বধূকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ । মহিলার নাম কিরণ দেবী(৩৪) । তার বাড়ি উত্তরপ্রদেশের পাট্টি থানার পোতপুরি এলাকায় ।
পুলিশের কাছ থেকে খবর পেয়ে বৃহস্পতিবার পরিবারের লোকজন কাটোয়া থানায় এসে উপযুক্ত তথ্য প্রমাণ দেখিয়ে ওই মহিলাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান ।
জানা গেছে,উত্তরপ্রদেশের বাসিন্দা কিরণ দেবী মানসিক রোগের শিকার । তার স্বামী শ্যাম যাদব মুম্বইয়ে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন । তাদের ৩ মেয়ে । পরিবার নিয়ে মুম্বাইয়ে ভাড়া ঘরে থাকেন শ্যাম যাদব । দিন দশেক আগে ৩ বছরের মেয়েকে নিয়ে ঘর থেকে নিখোঁজ হয়ে যান কিরণ দেবী । অনেক খোঁজাখুঁজি করেও স্ত্রীর কোনো সন্ধান না পেয়ে মুম্বইয়ে স্থানীয় থানায় নিখোঁজ ডাইরি করেন মহিলার স্বামী । এরপর মুম্বাই পুলিশের পোর্টালে ওই মহিলার ছবিসহ নিরুদ্দেশ হয়ে যাওয়ার বিজ্ঞপ্তি জারি করা হয় । মুম্বাই পুলিশের পোর্টালে মহিলার ছবিটি দেখেন কাটোয়া থানার সিসিটিভি কন্ট্রোলরুমের ইনচার্জ এসআই স্নেহাশীষ চৌধুরী ।
পুলিশ সূত্রে খবর,বুধবার বিকেলে কন্ট্রোলরুমের সিসিটিভি ক্যামেরার মনিটরে নজর রাখার সময় কাটোয়ার সিপাইদিঘি মোড়ের কাছে ওই মহিলাকে একটি শিশু কোলে নিয়ে উদভ্রান্তের মত ঘোরাঘুরি করতে দেখেন স্নেহাশীষবাবু । সঙ্গে সঙ্গে তিনি সেখানে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারদের ফোন করে ওই মহিলার উপর নজর রাখতে নির্দেশ দেন । তারপর তিনি নিজেই চলে যান সিপাইদিঘি মোড়ে । সেখানে গিয়ে তিনি মহিলার সঙ্গে কথা বলেন । নিশ্চিত হওয়ার পর মহিলাকে উদ্ধার করে কাটোয়া থানায় নিয়ে আসেন স্নেহাশীষবাবু । কাটোয়া হাসপাতালে মহিলা ও তার শিশুসন্তানের চিকিৎসা করানো হয় । এদিন কাটোয়া থানার পুলিশের কাছ থেকে খবর পেয়ে হাওড়া থেকে মহিলার এক আত্মীয় এসে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায় ।।