এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১১ জানুয়ারী : ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৫ জনকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । পুলিশ ধৃতদের ভাতার বাজারের বাসিন্দা মইনুল হক ওরফে মাখন , কাঞ্চন গোস্বামী,তুলসীডাঙ্গা গ্রামের উলফত খান, নিত্যানন্দপুর গ্রামের ভাদু ঘরুই এবং পানোয়া গ্রামের বাসিন্দা শেখ সুলতান নামে চিহ্নিত করেছে । বুধবার গভীর রাতে বর্ধমান কাটোয়া রাজ্যসড়কে ভাতারের বড়পোশলা গ্রামের মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ । আজ বৃহস্পতিবার ধৃতদের বর্ধমান আদালতে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে,বুধবার গভীর রাতে ভাতার থানার বড়পোশলা গ্রামের মোড়ের কাছে বর্ধমান কাটোয়া রাজ্যসড়কে ওই দলটি জড়ো হয়েছিল । সেই সময় সড়কপথে রুটিন টহলদারি চালাচ্ছিল ভাতার থানার পুলিশের একটি টহলদারি ভ্যান । পুলিশকে দেখে তারা ছুটে পালানোর চেষ্টা করে । কিন্তু পিছু ধাওয়া করে তাদের ধরে ফেলে পুলিশ । এরপর তাদের তল্লাশি চালাতেই একটি দেশি পাইপগান,এক রাউন্ড গুলি, ভোজালি,লোহার রড প্রভৃতি ডাকাতির সরঞ্জাম উদ্ধার হয় বলে জানিয়েছে পুলিশ । দলটির কাছ থেকে ডাকাতির সরঞ্জাম উদ্ধার হওয়ার পরেই রাতে তাদের জড়ো হওয়ার আসল উদ্দেশ্য স্পষ্ট হয় পুলিশের কাছে ।।