এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৫ মে : কিশোরীকে অপহরণ,আর্থিক প্রতারণাসহ ৩ পৃথক অভিযোগে ৩ জনকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । কিশোরীকে অপহরণে অভিযুক্ত হল ভাতার থানার বলগোনা এলাকার বাসিন্দা মিনারুল শেখ(২৫),আর্থিক প্রতারণা মামলায় ধৃত ভাতারের শিকারপুরের বাসিন্দা শেখ হাফিজুল হক এবং তৃতীয় ধৃতের নাম সন্দীপ দাস । মন্তেশ্বর থানার হারগাছা এলাকার বাসিন্দা সন্দীপকে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে ।
পুলিশ সূত্রে জানা গেছে,ভাতারের বলগোনা এলাকার বাসিন্দা ১৪ বছরের এক কিশোরী দিন দুয়েক আগে নিখোঁজ হয়ে যায় । পরে পরিবারের লোকজন জানতে পারে কিশোরীর নিখোঁজ হয়ে যাওয়ার পিছনে মিনারুল শেখের ভূমিকা রয়েছে । নিখোঁজ কিশোরীর পরিবার এনিয়ে থানায় অপহরণের মামলা রজু করলে বুধবার রাতে বলগোনা এলাকা থেকে অভিযুক্ত মিনারুলকে গ্রেফতার করে পুলিশ । পাশাপাশি কিশোরীকে উদ্ধার করা হয় ।
অন্যদিকে ভাতারের শালকুনি গ্রামের বাসিন্দা ভবানীপ্রসাদ মুখার্জী নামে এক ব্যক্তির তিন লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে দ্বিতীয় ধৃত শেখ হাফিজুল হকের বিরুদ্ধে । বৃদ্ধ এনিয়ে থানায় এফআইআর রজু করলে বুধবার অভিযুক্ত হাফিজুলকে গ্রেফতার করে পুলিশ ।
তৃতীয় ঘটনায় ধৃত সন্দীপ দাসকে মাসখানেক আগে ভাতারের শিকোত্তোর এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার ঘটনায় গ্রেফতার করা হয়েছে । পুলিশ জানিয়েছে, সেই সময় কয়েকজন পুলিশের হাতে ধরা পড়েছিল । তাদের জেরা করে পুলিশ সন্দীপের নাম জানতে পারে । অবশেষে বুধবার রাতে ভাতারের বলগোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ।।