দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২০ মে : শ্মশান যাত্রী আদিবাসী বধূ তার আত্মীয়দের উপর হামলার অভিযোগে ২ জনকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । ধৃতদের দেওয়ানদিঘি থানার নতুনগ্রামের বাসিন্দা সিপন মণ্ডল এবং ভাতার থানার নুনারি গ্রামের বাসিন্দা মনিরুল শেখ বলে চিহ্নিত করেছে পুলিশ । আজ সোমবার ভাতার থানায় এসে দোষীদের আইনানুগ শাস্তির জন্য পুলিশের কাছে দাবি জানান আদিবাসী সংগঠনের নেতা কার্তিক মুহুলি।
ঘটনার বিবরণে জানা গেছে,আউশগ্রামের করুঞ্জি গ্রামের বাসিন্দা আক্রান্ত আদিবাসী বধূর আত্মীয় রয়েছে ভাতারের বাঁধমারা গ্রামে । এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে সপরিবারে বাঁধমারা গ্রামে এসেছিলেন ওই বধূ। রবিবার বাঁধমারা গ্রামের শ্মশানে মৃতদেহ সৎকার হয়। শ্মশান যাত্রীদের সাথে ছিলেন বধূ ও তার আত্মীয় স্বজনরা । দাহ শেষে সন্ধ্যার মুখে একটা টোটোয় চড়ে তারা বাড়ি ফিরছিলেন। কিন্তু টোটোটি ত্বরা পুলের কাছে এলে ৫-৬ জন যুবক তাদের উপর অকারণ হামলা চালায় । সাথে থাকা পুরুষ সদস্যদের বাঁচাতে গিয়ে আক্রান্ত হন মহিলারাও। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায় । কিন্তু গ্রামবাসীরা তাদের পিছু ধাওয়া করে মনিরুল শেখকে ধরে ফেলে । তাকে অল্পবিস্তর মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় । পরে পুলিশ সিপন মণ্ডলের নাম জানতে পেরে তাকে রবিবার রাতেই এলাকা থেকে পাকড়াও করে । আজ ধৃতদের বর্ধমান আদালতে পাঠায় পুলিশ । অভিযোগ,হামলাকারীরা প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিল । রাস্তার মাঝে তারা মাতলামি করছিল এবং টোটো যাওয়ার জন্য রাস্তা ছাড়তে বলার অপরাধে তারা মারমুখী হয়ে ওঠে ।।