এইদিন ওয়েবডেস্ক,সিলেট,২৫ আগস্ট : দশ দিন আগে বাজারে গিয়ে আচমকা নিখোঁজ হয়ে যান বাংলাদেশের সিলেট জেলার হবিগঞ্জ জেলা চুনারুঘাট উপজেলার দারাগাঁও চা বাগানের সমিত রবিদাসের স্ত্রী পপি শীল ওরফে সুইটি । অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে স্থানীয় চুনারুঘাট থানায় একটি নিখোঁজ ডাইরি (জিডি নং–৯৩৩/২০২৫) করে পরিবার । কিন্তু আজ পর্যন্ত বধূর কোনো হদিশ করতে পারেনি পুলিশ । এদিকে চরম উদ্বেগে দিন কাটাচ্ছে নিখোঁজ বধূর পরিবার ।
জানা গেছে, গত ১৫ আগষ্ট বাজারে কিছু কেনাকাটা করার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন পপি শীল । কিন্তু তারপর আর তিনি বাড়ি ফেরেননি । পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খুঁজে সন্ধান না পেয়ে চুনারুঘাট থানায় একটা নিখোঁজ ডাইরি করেন। সমিত রবিদাস জানান, স্ত্রীর সন্ধানে অনেক জায়গায় খোঁজ নেওয়া হয়েছে, কিন্তু এখনও কোনো খোঁজ মেলেনি।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুর আলম জানান, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। নিখোঁজ মহিলাকে উদ্ধারে সম্ভাব্য সব স্থানে তল্লাশি চালানো হচ্ছে।।