গৌরনাথ চক্রবর্তী,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৩ মে : লক ডাউন পরিস্থিতিতে সব থেকে বিপাকে পড়েছে ভবঘুরেরা । সারাদিন তাঁদের না জুটছে ভিক্ষা, না খাবার । ফলে কার্যত অর্ধাহারে, অনাহারে দিন কাটছে ওই সমস্ত অসহায় মানুষদের । এই দেখে এলাকার ভবঘুরেদের দুবেলা খাওয়ানোর ব্যবস্থা করল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ ।
রবিবার দুপুরে কাটোয়া শহরের গোয়েঙ্কা মোড়, রেলস্টেশন, ছোটলাইনপাড় প্রভৃতি এলাকায় ঘুরে ভবঘুরেদের ভাত খাওয়ানোর ব্যবস্থা করেন পুলিশ কর্মীরা । মেনুতে ছিল ভাত, ডিম, সবজি, ডাল । এদিন মোট ৪৫ জন নিরাশ্রয় মানুষের খাওয়ার ব্যাবস্থা করা হয় বলে জানা গেছে ।
কাটোয়া থানার আইসি বিকাশ দত্ত জানিয়েছেন, করোনার কারনে জারি হওয়া আংশিক লকডাউন পর্ব চলাকালীন পুলিশের পক্ষ থেকে এলাকার ভবঘুরেদের দু’বেলা খাওয়ার ব্যাবস্থা করা হবে ।।