এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,২১ জুলাই : বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানটি চীনের কাছ থেকে কিনেছিল বাংলাদেশ । যার জেরে এখনো পর্যন্ত ১৯ জনের প্রাণহানি হয়েছে এবং আহত হয়েছে আরও অন্তত ১৬৪ জন । মারা গেছে বিমামের পাইলটও । আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর । ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । এখনো ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।
মিডিয়ার খবর অনুযায়ী, ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যখন দুর্ঘটনাটি ঘটে তখন প্রায় ২০০০ শিক্ষার্থী সেখানে পড়াশোনা করে। স্কুলটিতে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস চলে। দুর্ঘটনার ভয়াবহ ভিডিও সোশ্যাল মিডিয়ায়ও ভাইরাল হচ্ছে।বাংলাদেশের আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনীর চীনে তৈরি ‘এফ-৭ বিজিআই’ প্রশিক্ষণ বিমানটি আজ সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায় । যার জেরে বহু পড়ুয়া অগ্নিদগ্ধ হয় ।।

