এইদিন ওয়েবডেস্ক,চাঁচল,৩০ জুলাই : পানীয় জলের বোতল বোঝাই পিকআপ ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে উলটে পড়ল চলন্ত বাইকের উপর । তার জেরে মৃত্যু হল ওই বাইক চালকের । শুক্রবার দুপুরে মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে মালদা জেলার চাঁচল থানার রানীকামাতের কাছে ৮১ নম্বর জাতীয় সড়কে । পুলিশ জানিয়েছে, মৃত বাইক চালকের নাম জয়ন্ত পান্ডে (৩৪) । তাঁর বাড়ি চাঁচোল থানার পাহাড়পুর গ্রামে । খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় । দূর্ঘটনার জেরে বেশ কিছুক্ষনের জন্য জাতীয় সড়কে যানচলাচল ব্যাহত হয় ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাহাড়পুর গ্রামের বাসিন্দা জয়ন্ত পান্ডে নামে ওই যুবক চাঁচলের রানীকামা এলাকার একটি ইঁটের ভাটিতে কাজ করতেন । এদিন সকালে তিনি বাইকে চড়ে রানীকামা থেকে বাড়ি ফিরছিলেন । ৮১ নম্বর জাতীয় সড়ক পথ ধরে কিছুটা আসতেই তিনি পথ দূর্ঘটনায় প্রাণ হারান ।
ঘটনার প্রত্যক্ষদর্শী প্রশান্ত দাস জানান, ওই ব্যক্তি বাইক নিয়ে যাওয়ার সময় তাঁর বিপরীত দিক থেকে আসছিল পানীয় জলের বোতল বোঝাই একটি পিকআপ ভ্যান । ভ্যানটি প্রবল গতিতে আসাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে বাইক আরোহীর উপরে উলটে পড়ে । দূর্ঘটনার পরেই ভ্যান ফেলে চম্পট দেয় চালক । তারপর আরও লোকজন জড়ো হলে সকলে মিলে বাইক আরোহীকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় । কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
জানা গিয়েছে, জয়ন্ত বাবুর বাড়িতে রয়েছেন বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও দুই কন্যাসন্তান । ওই যুবকের মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার পরিজন ও প্রতিবেশীরা । পুলিশ ঘাতক পিকআপ ভ্যানটি আটক করেছে । চালকের সন্ধান চালাচ্ছে পুলিশ ।।