এইদিন ওয়েবডেস্ক,চেন্নাই,১৫ অক্টোবর : গত মাসে একটা অনুষ্ঠানে হিন্দু ধর্মকে ‘ডেঙ্গু-ম্যালেরিয়া’র সঙ্গে তুলনা করেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ছেলে উদয়নিধি স্ট্যালিন । শুধু তাইই নয়, হিন্দু ধর্মকে ধ্বংস করার কথাও বলতে শোনা যায় তাকে । তার এইভাবে ঘৃণা ছড়ানোয় তীব্র প্রতিক্রিয়া জানায় দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ ও বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনগুলি । এনিয়ে সুপ্রিম কোর্টে মামলাও হয়েছে উদয়নিধি স্ট্যালিনের বিরুদ্ধে । এবারে শনিবার গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-পাকিস্তান বিশ্বকাপের ম্যাচ চলাকালীন ‘জয় শ্রী রাম’ শ্লোগান ওঠায় নিজের অসন্তোষ প্রকাশ করেছেন উদয়নিধি ।
উদয়নিধি স্টালিন এই বিষয়ে টুইট করেছেন, ‘ভারত ক্রীড়াবিদ এবং আতিথেয়তার জন্য পরিচিত। যাইহোক, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাকিস্তানি খেলোয়াড়দের যে আতিথেয়তা দেওয়া হয়েছিল তা অগ্রহণযোগ্য ছিল এবং আচরণের সর্বনিম্ন স্তর ছিল। সব ফ্রন্টে খেলাধুলাকে একীভূত করতে হবে। দেশগুলোর মধ্যে সম্পর্ক মজবুত হওয়া উচিত, কিন্তু এটাকে ঘৃণা ছড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করা নিন্দনীয় ।’
এখন অনেকেই বলছেন, যে নিজেই হিন্দুদের ‘ডেঙ্গু-ম্যালেরিয়া’র সঙ্গে তুলনা করে ঘৃণা ছড়ানোর কাজ করেছিলেন,আজ তার মুখে ‘ঘৃণা ছড়ানো’ বন্ধ করার আহ্বান বেমানান । স্ট্রেনজার নামে এক ইউজার্স লিখেছেন,’পাকিস্তানি খেলোয়াড়রা যখন মাঠে এসব করছে তখন সেক্যুলার ভন্ড নীরব ছিল।
হঠাৎ অস্বস্তি বোধ করেন যখন ভারতীয় ভক্তরা পাকিস্তানি খেলোয়াড়দের উপযুক্ত জবাব দেন।
সনাতন ধর্মকে কখনই নির্মূল করা যায় না। তোমার সর্বোচ্চ চেস্টা কর ।’
ডঃ মেঘনাথ লিখেছেন,’মিস্টার স্টালিন, আসুন আশা করি পাকিস্তানের খেলোয়াড়রা আপনার টুইটটি গুরুত্ব সহকারে নেবে এবং শুধু মুসলিম ভ্রাতৃত্ব নয় বরং সত্যিকারের ভ্রাতৃত্বকে লালন করবে ।’ শিল্পা নামে এক ব্যবহারকারী লিখেছেন,’জয় শ্রী রাম’ শুনে ঘুম ভেঙে গেল?রিজওয়ান যখন মাঠে নামাজ পড়ছিলেন, তখন মশা মারাতে ব্যস্ত ছিলেন?’
আসলে শনিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-পাকিস্তান বিশ্বকাপের ম্যাচ চলাকালীন পাকিস্তানের খেলোয়াড় মুহাম্মদ রিজওয়ান মাঠে নামাজ পড়ার ইশারা করে । যার ফলে স্টেডিয়ামে উপস্থিত হিন্দুরা ‘জয় শ্রীরাম’,’ভারত মাতা কি জয়’ সহ বিভিন্ন ধর্মীয় শ্লোগান দিতে শুরু করে । এই সমস্ত শ্লোগানকে হিন্দুত্ববাদীরা স্বাভাবিক ভাবে নিলেও বেজায় চটেছে পাকিস্তানের মুসলিম,ভারতের মুসলিমদের একাংশের মানুষ এবং তথাকথিত সেকুলাররা । সোশ্যাল মিডিয়ায় তারা প্রতিক্রিয়াও দিতে শুরু করেছে ।
পাডি নামের একজন ব্যবহারকারী ‘জয় শ্রীরাম’ শ্লোগানের নিন্দা করে উপদেশ দিয়ে বলেছেন, ‘পাকিস্তান দল আগামী ১০ দিনের মধ্যে চেন্নাইয়ে ২ টি ম্যাচ খেলবে। এ সময় যারা সেখানে যাচ্ছেন তারা ওই দলকে (পাকিস্তান) উষ্ণ অভ্যর্থনা জানান। তারা যা করছে তাকে সম্মান করুন। সবাইকে ভালবাসা এবং সম্মান কর ।।