এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,২৮ আগস্ট : বিজেপি শাসিত রাজ্যগুলিতে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে জোরদার অভিযান চলছে ৷ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে রাস্তায় নেমেছে ওই সমস্ত রাজ্যগুলির সাধারণ মানুষও । বাংলাদেশী অনুপ্রবেশকারীরা মূলত পশ্চিমবঙ্গকে করিডর করে ভুয়া ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দেশের বিভিন্ন রাজ্যের চাড়িয়ে যাওয়ায় বাংলার প্রকৃত অধিবাসীরাও সেই সমস্ত রাজ্যের মানুষের হামলার শিকার হচ্ছে ৷ যাকে ‘বাংলা ভাষায় কথা বলার জন্য হামলা’ হিসাবে তুলে ধরছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, বামপন্থী, কংগ্রেস এবং এ রাজ্যের মুসলিমদের রাজনৈতিক দল ওয়েলফেয়ার পার্টি । ওয়েলফেয়ার পার্টির রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান অভিযোগ করেছেন যে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার বাসিন্দা শেখ মোস্তফা নামে এক যুবককে উড়িষ্যা বর্গর স্টেশনে মারধর করে ফেলে পালিয়ে গেছে স্থানীয় বাসিন্দারা । তিনি হামলাকারীদের “গেরুয়াধারী সাম্প্রদায়িক সন্ত্রাসী” আখ্যা দিয়েছেন৷
আজ নিজের ফেসবুক পেজে ওয়েলফেয়ার পার্টির রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান একটি ভিডিওতে দাবি করেছেন, গতকাল পূর্ব মেদিনীপুর নন্দকুমার থানার শীতলপুর গ্রামের শেখ রবিউল আলি সাহেবের ছেলে শেখ মোস্তফা উড়িষ্যা বর্গর স্টেশনে তার বন্ধুকে ট্রেনে তুলে দিতে গিয়েছিল। বাংলায় কথাবার্তা চলছিল । সেই মুহূর্তে কিছু গেরুয়াধারী সাম্প্রদায়িক সন্ত্রাসীরা বাংলায় কথা বলতে শুনে মোস্তফার উপর আক্রমণ করেছে । তাকে বেধড়ক মারধর শুরু করে এবং স্টেশনের ধারে অচৈতন্য অবস্থায় ফেলে দেয় । পরে CRPF তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।’
তিনি অভিযোগ করেছেন যে রোহিত যুবক খুবই অসুস্থ । তার চিকিৎসা ঠিকঠাক হচ্ছে না। তিনি তার দলের পক্ষ থেকে রোহিত ও যুবকের বাড়িতে এসেছেন এবং তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন । তিনি আরো অভিযোগ করেছেন যে এটা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, বরঞ্চ বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষায় কথা বলার জন্য এইরকম হামলা হচ্ছে৷ তিনি এই হামলা বন্ধের জাতি জানিয়েছেন । পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আহ্বান জানিয়েছেন যে এ রাজ্যের যুবকদের যাতে কর্মসংস্থানের জন্য ভিন রাজ্যে যেতে না হয় তাই তিনি যেন কর্মসংস্থানের ব্যবস্থা করেন । পাশাপাশি উড়িষ্যার প্রশাসনের কাছে হামলাকারীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন ওয়েলফেয়ার পার্টির রাজ্য সাধারণ সম্পাদক । তিনি এটাও জানিয়েছেন যে প্রহৃত যুবকের উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য তারা উড়িষ্যায় যাবেন এবং সেখানকার প্রশাসনের কাছে বিষয়টি তুলে ধরবেন ।।