প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৯ মে : অভিনেতা জামাই রাজ চক্রবর্তী বিধায়ক হয়েছেন বলে কথা।সেই আহ্লাদে কবিগুরু রবিঠাকুরের ১৬০ তম জন্ম দিবসেও জামাই কে নিয়ে মাতোয়ারা হয়ে উঠলেন শ্বশুর দেবপ্রসাদ গাঙ্গুলি ও শাশুড়ি বীনা গাঙ্গুলি । তাঁরাই ফুলের মালা পরানো রবিঠাকুরের ছবির একপাশে এদিন রাখলেন জামাই রাজ চক্রবর্তীর ছবি আর অন্য পাশে রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি । সেই সব ছবির মাঝে দাড়িয়ে বিশ্বকবিকে প্রণাম জানালেন সদ্য বিধায়ক হওয়া অভিনেতা জামাইয়ের শ্বশুর ও শাশুড়ি। যা দেখে কার্যতই বিস্মিত হলেন শহর বর্ধমানের বাজেপ্রতাপুর এলাকার বাসিন্দারা। এমন কবি প্রণাম দেখে বিশ্বকবির গুনমুগ্ধরা বিস্ময়ে একে অপরকে ফিসফিস করে বললেন ,“সত্য সেলুকাস কি এই বিচিত্র দেশ !“
বর্ধমান শহরের বাজেপ্রতাপপুর এলাকায় অভিনেত্রী তথা রাজ চক্রবর্তীর স্ত্রী শুভশ্রী গাঙ্গুলির বাবার বাড়ি । রবিবাসরীয় সকালে শুভশ্রীর বাবার বাড়ির পাড়াতেই রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০ জন্ম দিবস পালনের আয়োজন করা হয়।অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন শুভশ্রী গাঙ্গুলির বাবা ও মা অর্থাৎ অভিনেতা রাজ চক্রবর্তীর শ্বশুর শাশুড়ি । কবিগুরুর জন্মদিবসে এদিন ঘটা করে রবীন্দ্রনাথের ছবির এক পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর অন্য পাশে অভিনেতা তথা ব্যারাকপুরের নবনির্বাচিত বিধায়ক রাজ চক্রবর্তীর ছবি সাজানো হয়।সেইসব ছবির সন্মুখে দাঁড়িয়েই চললো কবি প্রণাম । বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে দুই রাজনৈতিক ব্যক্তিত্ব একই সাথে কেন শ্রদ্ধার আসনে ঠাঁই পেলেন তার কোন সুস্পষ্ট ব্যক্ষা অবশ্য এদিন দিতে পারেননি অভিনেতা রাজ চক্রবর্তীর শ্বশুর কিংবা শাশুড়ি ।
এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস যদিও জানিয়েছেন, বাজেপ্রতাপপুরে কি হয়েছে সেই বিষয়ে সঠিক কিছু তিনি জানেন না । ঘটনা বিষয়ে খোঁজ নেবেন । তবে প্রসেনজিৎ বাবু স্মরণ করিয়ে দেন , ‘রবীন্দ্রনাথ ঠাকুরের স্থান সবার উপরে । তিনি বিশ্বকবি ।’ আর জেলা তৃণমূল কংগ্রেসের এক নেতা বলেন, ‘দেবু গাঙ্গুলিদের গোটা পরিবার আগে সিপিএম করতো । এখন তৃণমূল কংগ্রেসে নাম লিখিয়েছে । নতুন তৃণমূল হলে তো একটু বেশী দেখাতেই হবে । তাই এইসব করে আসলে ওনারা দলকে বিড়ম্বনায় ফেলছেন ।’
অন্যদিকে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সন্দীপ নন্দী বলেন, ‘যাঁরা এমন ভাবে কবিগুরুর জন্মদিবসের আয়োজন করেছেন তারা কেউ অশিক্ষিত নন । সবাই শিক্ষিত মানুষ ।বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আর রাজ চক্রবর্তী একই আসনে ভাবাই যায় না।’ সন্দীপবাবুর কথায় ‘যারা এমনটা করেছেন তাঁরা আদতে মমতা বন্দ্যোপাধ্যায়কেই অপমান করেছেন।’।