এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,২৭ আগস্ট : রাতের অন্ধকার নামলেই খাবারের সন্ধানে গ্রামে হানা দিচ্ছে একটি রেসিডেন্সিয়াল দাঁতাল হাতি । ধানের মড়াই থেকে গ্রামের মুদিখানা দোকান সর্বত্র অনিষ্ট করে বেড়াচ্ছে । হাতিটি দিনের পর দিন প্রচুর ক্ষয়ক্ষতি করলেও বন দফতর থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ । এদিকে ওই দাঁতালের অত্যাচারে দিশেহারা অবস্থা বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের বিহারজুড়িয়া গ্রামবাসীদের ।
জানা গেছে,বিহারজুড়িয়া গ্রাম লাগোয়া শুরু হচ্ছে জঙ্গল মহল এলাকা । সপ্তাহ দুই আগে অন্য জঙ্গল থেকে ওই পূর্ণবয়স্ক রেসিডেন্সিয়াল দাঁতাল হাতিটি এসে পাকাপাকিভাবে ওই জঙ্গলে এসে ঠেক নেয় । আর তারপর থেকেই বিহারজুড়িয়া গ্রামে হাতিটি তান্ডব চালাচ্ছে । ফলে রাতের ঘুম ছুটেছে গ্রামবাসীদের ।
জানা গেছে,বুধবার রাতে হঠাৎ গ্রামে হানা দেয় হাতিটি । একটি ধানের আড়ৎ এর দরজা ভেঙে ভিতরে ঢুকে তছনছ করে দেয় । তার পাশের একটি স্টেশনারি দোকানের শাটার ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে । কিন্তু ব্যর্থ হয় । স্থানীয় ব্যবসায়ী শ্যামাপদ রায়,গ্রামবাসী বিদ্যুৎ ঘোষদের অভিযোগ, ‘দিনের পর দিন হাতিটি গ্রামে ঢুকে একের পর এক দোকান ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি করছে । কিন্তু হাতির হানা রুখতে আজ পর্যন্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি বন দফতর । গ্রামবাসীদের সামান্য তেল ও মাঝে মাঝে হুলাপার্টি এনে দায় সেরেছে বন দফতর । এই পরিস্থিতিত চূড়ান্ত আতঙ্কের মধ্যে আমাদের দিন কাটাতে হচ্ছে ।’ তাঁদের দাবি দ্রুত হাতিটিকে অন্যত্র সরানোর পাশাপাশি ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করুক বন দফতর ।।