এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০২ সেপ্টেম্বর : পূর্ব বর্ধমান জেলার ভাতার রেলস্টেশন ও ভাতার এমপি হাইস্কুলের মাঝে রেলের জায়গায় নির্মিত ঝুপড়িতে বসবাস বেশ কয়েকটি হতদরিদ্র পরিবারের । তার মধ্যে একটি ঝুপড়িতে ১৫ বছরের কিশোরী কন্যাকে নিয়ে বসবাস করেন বছর ত্রিশের আমিনা বিবি ওরফে ময়না। পরিচারিকার কাজ করে দু’জনের ছোট্ট সংসারে কোনো রকমে ভরনপোষণ হয় । অভাব যার নিত্যসঙ্গী, সেই আমিনা বিবি হঠাৎ কুড়িয়ে পান আট হাজার টাকা ভর্তি একটি মানিব্যাগ । এর আগে একসঙ্গে অত টাকা হয়তো দেখার সৌভাগ্য হয়নি কখনো । তাসত্ত্বেও তিনি ওই টাকা নিজের কাজে ব্যবহারের চিন্তা মাথায় আসেনি তার । পরে তিনি জানতে পারেন যে মানিব্যাগটি মলয় সামন্ত নামে ভাতার বাজারেই এক ক্ষুদ্র ব্যবসায়ীর । অবশেষে আজ মঙ্গলবার ভাতার থানায় এসে মানিব্যাগটি প্রকৃত মালিকের হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত মনে তিনি ফের নিজের ঝুপড়িতে ফিরে যান । হতদরিদ্র মহিলস আমিনা বিবির এই সততায় আপ্লুত ভাতারবাসী ।
জানা গেছে,আমিনা বিবির বাবা মা নেই। কন্যাসন্তানের জন্মের বছর খানেকের মধ্যেই মারা যান তার স্বামী । শিশুকন্যা ও নিজের অন্নসংস্থানের জন্য পরিচারিকার কাজ শুরু করেন । বর্তমানে ভাতার বাজার রামকৃষ্ণপল্লীতে একটি বাড়িতে পরিচারিকার কাজ করেন আমিনা । অন্যদিকে ভাতার এমপি হাইস্কুলের উলটো দিকে একটি দ্বিতল বাজারে খাতা কলমের একটি ছোট দোকান চালান মলয় সামন্ত । মলয়বাবু জানান, গত রবিবার দোকান খোলার পর জল আনতে নিচে গিয়েছিলেন তিনি । সেই সময় মুহুর্তের অসতর্কতার কারনে প্যান্টের পকেট থেকে তার মানিব্যাগটি পড়ে যায়। পরে দোকানে ফিরে এসে বিষয়টি তার নজরে পড়ে । এরপর তিনি দ্রুত রাস্তায় গিয়ে ব্যাগের সন্ধান শুরু করেন । কিন্তু আর খুঁজে পাননি। এদিকে ওদিন সকালে ওই পথ দিয়েই কাজে যাচ্ছিলেন আমিনা। তিনি ওই মানিব্যাগ কুড়িয়ে পান । তারপর তিনি মনিব আবুল আনসারকে গিয়ে মানিব্যাগটি কুড়িয়ে পাওয়ার কথা জানান এবং সেটি প্রকৃত দাবিদারকে ফেরত দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন ।
আমিনা বলেন,’অভাবের সঙ্গে আমার প্রতিনিয়ত লড়াই ৷ তাই অভাব কি জিনিস আমি খুব ভালো করেই জানি । ভেবেছিলাম কুড়িয়ে পাওয়া মানিব্যাগটি হয়তো কারোর কষ্টের উপার্জন । তাই কখনো মনে হয়নি যে ওই টাকাটা নিজের কাজে খরচ করি ।’ জানা গেছে, মলয়বাবু তাঁর মানিব্যাগ হারিয়ে যাওয়ার বিষয়টি সামাজিক মাধ্যমে পোষ্ট করে জানান । সেই পোস্ট আমিনার মালিক আবুল আনসারের নজরে পড়ে । এরপর আজ আবুল আনসারকে সঙ্গে নিয়ে ভাতার থানায় আসেন আমিনা । তারা পুলিশকে বিষয়টি জানান । পুলিশ ফোন করে মলয় সামন্তকে থানায় আসতে বলে । তারপর তাঁর হাতে টাকা সহ মানিব্যাগ ফিরিয়ে দেন আমিনা । টাকা ফেরত পেয়ে মহিলাকে কৃতজ্ঞতা জানিয়েছেন ওই ব্যবসায়ী ।।