এইদিন ওয়েবডেস্ক,নন্দীগ্রাম(পূর্ব মেদিনীপুর),১১ সেপ্টেম্বর : ‘ওরা এক ঝুড়ি লোক নিয়ে সিজিও কমপ্লেক্সে গিয়েছিল । কিন্তু সিজিওতে গিয়ে কোনো লাভ নেই। কারন সব চোরেদের রাণীমা বসে আছে কোথায় ? এবার চোরেদের রাণীকে টেনে নামাবে বাংলার মানুষ’ – নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এমন নজিরবিহীন আক্রমণ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
আগামী ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানের সমর্থনে রবিবার নন্দীগ্রামে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল । তার আগে একটি পদযাত্রা বের করা হয় । পদযাত্রায় নেতৃত্ব দেন শুভেন্দু অধিকারী । পদযাত্রা শেষে সভায় বক্তব্য রাখার সময় শিক্ষক নিয়োগ দূর্নীতি,গরু পাচার মামলা ও কলকাতায় ব্যবসায়ীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় শাসকদল তৃণমূল কংগ্রেসকে কার্যত তুলোধুনো করেন শুভেন্দু ।
তিনি বলেন,’গরীব খুঁজছে ছাদ,আর তৃণমূলের নেতারা টাকা রাখার জন্য খুঁজছে ভাঁড় । ভারতবর্ষের কোথাও দেখা যাবে না যে দরজা খুললেই তাড়া তাড়া নোট বের হয় । রাজ্যের রাস্তাগুলোর খানাখন্দ তালি দেওয়ার টাকা নেই রাজ্য সরকারের, এদিকে অপা সিন্ডিকেটের কাছ থেকে ৫০ কোটি টাকা পাওয়া গেল । এটা ভাবতে অবাক লাগে,একটা বুড়ো লোক ৭০ বছর বয়স, হাঁটুর বয়সি মেয়ে,একটা নয় অনেকগুলো । এটা ডায়মন্ডহারবার মডেল,ভাইপো মডেল ।’
শনিবার গার্ডেনরিচের ব্যবসায়ী নিসার খানের বাড়ি থেকে টাকা উদ্ধারের প্রসঙ্গে শুভেন্দু বলেন,’কালকে আমির নামে আর একটা চোরের ঘরে গেছে । টাকা গুনছে তো গুনছেই । খালি চার আর ছক্কা মারছে । রাত্রিবেলায় ঘোষিত ১৭ কোটি ১০ । সকাল বেলায় বলছে আরো বাড়বে । বলছে ওই ব্যবসায়ীর সঙ্গে আমাদের সম্পর্ক নেই । আবার ববি বলছে,ভাইপোর চাচা,ব্যবসায়ীদের ভয় দেখানো হচ্ছে । এখন উন্নয়ন কোথায়? দূয়ারে নেই, খাটের তলায় । খাটের তলায় উন্নয়ন৷ গদি তুললেই টাকা আর টাকা ।’
শুভেন্দু অধিকারী দাবি করেন,’আমিরের কাছে যে টাকাগুলো ছিল তা কলকাতা কর্পোরেশনের মেয়রের কাউন্সিল মিস্টার সামস এর টাকা । এই জন্য ভাইপোর চাচার খুব কষ্ট,সব চলে গেল । টাকা রাখবেন কোথায় ? যেখানে রাখবেন সেখান থেকে কেন্দ্রীয় এজেন্সি খুঁজে বের করবে । না খাউঙ্গা, না খানে দুঙ্গা ।’
নিজের বিধানসভা এলাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানেও অনেক আমির আছে,অনেক পার্থ আছে, অনেক কেষ্টা আছে । একটা ছোট্ট মিউনিসিপালিটির চেয়ারম্যান রাজু সাহানি তার বাড়িতে সিবিআই গিয়েছিল । ৮০ লক্ষ টাকা নগদ, লাইসেন্স বিহীন পিস্তল, আড়াই কোটি টাকার ডিড উদ্ধার হয়েছে ।’
এরপর আসন্ন পঞ্চায়েত ভোট নিয়ে দলীয় নেতা ও কর্মীদের আশ্বস্ত করে শুভেন্দু অধিকারী বলেন,’পঞ্চায়েত ভোট নিয়ে চিন্তা করবেন না । আমি দাঁড়িয়ে থেকে নমিনেশন করিয়ে দেবো । ভোটের দিন আপনারা বুথ পাহাড়া দেবেন । আর কলেজে যখন গননা হবে তখন বাইরের ক্যাম্পে আমি একটা ঝাঁটা নিয়ে বসে থাকবো ।’ পাশাপাশি প্রার্থী নির্বাচন দলীয় কর্মীদের উপরেই ছেড়ে দেন শুভেন্দু । তিনি বলেন,’আপনারা যাকে চাইবেন তাকে পঞ্চায়েত সদস্য,সমিতি,জেলা পরিষদের মেম্বার করবেন । আপনার স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আপনাদের বিধায়ক শুভেন্দু অধিকারীর ।’।