এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৩ জুন : পরীক্ষার ৭৯ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফল । এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে মোট ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন । পাশের হার ৮৬.৬ শতাংশ । প্রথম হয়েছেন ২ জন । তারা হল বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অর্ণব ঘড়াই ও বর্ধমান সিএমএস স্কুলের ছাত্র রৌনক মণ্ডল । দু’জনেরই জনেরই প্রাপ্ত নম্বর ৬৯৩ । ৬৯২ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মালদহ আদর্শবাণীর কৌশিকী সরকার ও ঘাটাল হাইস্কুলের রৌণক মণ্ডল । তৃতীয়ও দু’জন হয়েছে এবারের মাধ্যমিক পরীক্ষায় । তারা হল পূর্ব মেদিনীপুরের দেবশিখা প্রধান ও পশ্চিম বর্ধমান আসানসোলের অনন্যা দাশগুপ্ত । তাদের প্রাপ্ত নম্বর ৬৯১ । চতুর্থ হয়েছেন মোট চারজন । তারা হল আলিপুরদুয়ারের অভীক দাস, মালদহ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ অভিষেক গুপ্ত, হুগলির সাগ্নিক কুমার দে ও কলকাতা পাঠভবনের শ্রুতর্ষি ত্রিপাঠী । চারজনেরই প্রাপ্ত নম্বর ৬৯০ । এবারে প্রথম দশে স্থান করে নিল রাজ্যের বিভিন্ন জেলার মোট ১১৪ জন ছাত্র-ছাত্রী।
সাফল্যের নিরিখে শহর কলকাতাকে টেক্কা দিয়েছে জেলাগুলি । শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা । পাশের হার ৯৭.৬৩ শতাংশ । কলকাতায় মাধ্যমিকে পাশের হার ৯৪ শতাংশের কিছুটা বেশি । রাজ্যের অনান্য জেলাগুলির মধ্যে কালিম্পং, পশ্চিম মেদিনীপুরের পাশের হার কলকাতার মতই । পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৮৯.০৮ শতাংশ এবং জঙ্গলমহলের ঝাড়গ্রামে এবারের মাধ্যমিকে পাশের হার ৯২.৫৯ শতাংশ ।
এবছর মাধ্যমিক শুরু হয় ৭ই মার্চ। পরীক্ষা শেষ হয় ১৬ই মার্চ । মোট পরীক্ষার্থী সংখ্যা ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫ জন । তার মধ্যে ছাত্রদের সংখ্যা ৪ লক্ষ ৮৮ হাজার ৯০৭ জন। ছাত্রীদের সংখ্যা ছাত্রদের তুলনায় বেশি । তবে সাফল্যের হারে পিছিয়ে রয়েছে ছাত্রীরা । চলতি বছরের ফলাফল ঘোষণার পাশাপাশি আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ প্রকাশ করেছে পর্ষদ । ২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি শুরু হবে পরীক্ষা । চলবে ৪ মার্চ পর্যন্ত ।।