এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),২৭ মার্চ : সম্প্রতি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের একটি ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় । আসলে ভিডিওটি ছিল জুয়া খেলার মুহুর্তের খন্ডচিত্র । সেই ভিডিওতে অনান্য জুয়াড়িদের মাঝে জুয়া খেলার বোর্ডের সামনে বসে থাকতে দেখা গিয়েছিল মঙ্গলকোটের পালিগ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান শেখ মজনু ওরফে বুলেটকে । রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের ঠিক মুখেই এহেন ভিডিও প্রকাশ্যে আসায় বেজায় অস্বতিতে পড়ে যায় শাসকদলের নেতৃত্ব । শেষ পর্যন্ত দলীয় ভাবমূর্তি ফিরিয়ে আনতে শেখ মজনুকে দলীয় কার্যালয়ে ঢুকতে নিষেধ করে দেওয়া হয়েছে । শুধু তাইই নয়,আপাতত দলীয় কাজকর্ম থেকে তাকে দূরে থাকারও নির্দেশ দিয়েছে তৃণমূল কংগ্রেসের ব্লক নেতৃত্ব । যদিও দলীয় সিদ্ধান্তের বিষয়ে মজনু শেখের কোনো মতামত পাওয়া যায়নি ।
তবে মঙ্গলকোটর বিধায়ক অপূর্ব চৌধুরী বলেছেন, আমাদের দল কোনও আপত্তিকর বা বিতর্কিত কাজকে প্রশ্রয় দেয় না । সেই কারনে শেখ মজনুকে পঞ্চায়েত অফিসে ঢুকতে নিষেধ করে দেওয়া হয়েছে । এছাড়া আপাতত দলের সমস্ত কাজকর্ম থেকেও তাকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে ।’।