এইদিন ওয়েবডেস্ক,রাঁচি,২২ অক্টোবর : মেয়ের বিবাহ বিচ্ছেদের যেকোনো বাবা-মায়ের কাছে অত্যন্ত যন্ত্রণার । মেয়ের সংসারকে টিকিয়ে রাখতে তারা যেকোনো মুল্য দিতে প্রস্তুত থাকেন । কিন্তু এমনও এক বাবা মায়ের দেখা মিলেছে,যারা মেয়ের বিবাহ বিচ্ছেদের পর আনন্দে রীতিমতো অনুষ্ঠানের আয়োজন করেছেন । বিবাহ অনুষ্ঠানের মতই ভোজ খায়িয়েছেন নিমন্ত্রিতদের । ঘটনাটি ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির ।
জানা যায় যে রাঁচির বাসিন্দা সাক্ষী নামে এক তরুনীর বেশ কিছুদিন আগে শচীন কুমার নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয়েছিল । কিন্তু শচীন আগে থেকেই বিবাহিত ছিল যেটা দ্বিতীয় বিয়ের সময় সে গোপন করে গিয়েছিল । এদিকে বিয়ের পর সাক্ষী শ্বশুরবাড়ি গেলে তার স্বামীর প্রথম স্ত্রীর কথা জানতে পারে । তিনি বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে ফিরে আসেন বাপের বাড়িতে ।
এদিকে মেয়ের এই প্রকার সাহসিক পদক্ষেপে সাক্ষীকে খুব সম্মানের সাথে বাড়িতে স্বাগত জানানোর সিদ্ধান্ত নেন তার বাবা । যেদিন সাক্ষী বাপের বাড়ি আসেন সেদিন বাড়িতে বিবাহ অনুষ্ঠানের মত একটা অনুষ্ঠানের আয়োজন করা হয় । আত্মীয়স্বজন,প্রতিবেশীদের নিমন্ত্রণ করে ভূরিভোজন করান সাক্ষীর বাবা-মা । এমনকি উদযাপনের দিন বাজনা পর্যন্ত ভাড়া করা হয়েছিল । মেয়ের ফিরে আসার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সাক্ষীর বাবা । সেই ভিডিও ভাইরাল হয়েছে । এছাড়াও, ভিডিওতে, তিনি কন্যাদের সম্মান করার গুরুত্বের উপর জোর দিয়ে তার মতামত প্রকাশ করেছেন। অনেকেই সাক্ষীর বাবার প্রশংসা করছেন তার ডিভোর্সি মেয়েকে সমর্থন করার জন্য ।।