এইদিন ওয়েবডেস্ক,ঝাড়খণ্ড,২২ আগস্ট : বছর পনেরোর এক কিশোরীকে ধর্ষণ করেছিল এক যুবক । সেই ঘটনায় সালিশিসভা বসে পঞ্চায়েতে । সভাতে পঞ্চায়েত থেকে ১.৩৫ লক্ষ টাকা জরিমানা করে ধর্ষককে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় । আর পঞ্চায়েতের এই সিদ্ধান্তে চরম অপমানিত হয়ে আত্মহননের পথ বেছে নিয়েছে ওই হতভাগ্য কিশোরী । চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কংগ্রেস শাসিত ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় ।
আজ তকের রিপোর্ট অনুযায়ী , ঘটনাটি ঘটেছে জেলার রাধা নগর থানা এলাকায়। গত ১৫ আগস্ট, শহিদ আনোয়ার নামে এক যুবক ১৫ বছরের ওই প্রতিবেশী নাবালিকাকে ধর্ষণ করে এবং তাকে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ। অভিযোগে বলা হয়েছে, পরদিন অভিযুক্ত ও তার পরিবার নির্যাতিতার পরিবারকে থানায় না যাওয়ার হুমকি দেয়। এরপর ১৮ আগস্ট সন্ধ্যায় বিষয়টি নিয়ে পঞ্চায়েতে সালিশিসভা বসে ।পঞ্চায়েতের সামনে অভিযুক্ত তার অপরাধ স্বীকার করেছে বলে জানা গেছে। এর পরে, পঞ্চায়েত অভিযুক্তকে ক্ষতিপূরণ হিসাবে এক লাখ ৩৫ হাজার টাকা জরিমানা দিতে বলে ।
খবরে বলা হয়েছে, নির্যাতিতার পরিবার এই টাকা নিতে রাজি হয়নি। একই রাতে নির্যাতিতা নিজের গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় । ধর্ষিতার মৃত্যুর পর তার মায়ের অভিযোগের ভিত্তিতে রাধানগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ যে ১৬ আগস্ট অভিযুক্ত দলবল নিয়ে এসে নির্যাতিতার বাড়িতে চড়াও হয় এবং নির্যাতিতা ও তার মাকেও লাঞ্ছিত করে। অভিযুক্ত ও তার পরিবার বর্তমানে পলাতক রয়েছে। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।।