এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,১৫ এপ্রিল : চলতি বছরের শেষের দিকে অবসর নেবেন পাক সেনাপ্রধান জেনারেল জাভেদ বাজওয়া ।বৃহস্পতিবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে জানানো হয়েছে দায়িত্বের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করবেন না বাজওয়া । আইএসপিআরের ডিরেক্টর জেনারেল মেজর বাবর ইফতিখার জানান, চলতি বছরের নভেম্বরে শেষ হবে সেনাপ্রধান জাভেদ বাজওয়ার দায়িত্বের মেয়াদ । তিনি মেয়াদ বাড়াতে ইচ্ছুক নন । চলতি বছরের ২৯ নভেম্বর তিনি অবসর নেবেন ।
২০১৬ সাল থেকে পাকিস্তানের সেনাপ্রধানের দায়িত্বে আছেন জেনারেল জাভেদ বাজওয়া । পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের শপথগ্রহণ অনুষ্ঠানে তাঁর অনুপস্থিত থাকার পর থেকেই জল্পনা চলছিল । যদিও ইফতিখার জানিয়েছেন ওইদিন জেনারেল জাভেদ বাজওয়া অসুস্থ ছিলেন তাই অনুষ্ঠানে উচ্চপদস্থ একজন কর্মকর্তাকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছিলেন ।।