দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),৩১ অক্টোবর : একদিকে কাঁচা মালের লাগামছাড়া দাম, তার উপর পেট্রোল ডিজেলের দাম বাড়ায় বেড়েছে পরিবহন খরচও । পাশাপাশি রয়েছে জিএসটি । ফলে লোকসানের মুখে পড়তে হচ্ছে বলে দাবি ইঁটভাটার মালিকদের । শেষ পর্যন্ত রবিবার নিজেদের মধ্যে আলোচনা করে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা এলাকার ইঁটভাটাগুলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ইঁটভাটার মালিকদের সংগঠন ।
কাটোয়া মহকুমা এলাকার কাটোয়া-১ ও ২, কেতুগ্রাম-১ ও ২ ও মঙ্গলকোট মিলে মোট ৬৭ টি ইঁটভাটা রয়েছে বলে জানা গেছে । এদিন ওই সমস্ত ইঁটভাটাগুলির মালিকদের সংগঠন ‘কাটোয়া মহকুমা ব্রিকফিল্ড ওনার্স আ্যসোশিয়েশনের’ তরফ থেকে কাটোয়ার পাঁচঘড়ায় একটি লজে বৈঠকের আয়োজন করা হয় । বৈঠক শেষে অনির্দিষ্টকালের জন্য ইঁটভাটাগুলি বন্ধ রাখার কথা ঘোষণা করেন সংগঠনের সভাপতি প্রলয় সিংহ ও সম্পাদক পরিমল ঘোষরা ।
তাঁরা বলেন, ‘মাটির রয়্যালটি ও বালির দাম বেড়েছে । আগে কোল ইন্ডিয়া ই-অকশন করত, কিন্তু এখন তা বন্ধ । ফলে আগে ক্যুইন্টাল প্রতি ৮ হাজার টাকায় কয়লা পাওয়া গেলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার টাকায় । এদিকে পেট্রোল ডিজেলের দাম বাড়ায় পরিবহন খরচ বেড়েছে । তার উপর রয়েছে ১২ শতাংশ জিএসটি । ফলে উৎপাদন খরচ প্রচুর বেড়ে গেছে । কিন্তু সেই হারে ইঁটের দাম বাড়েনি । যে কারনে আমাদের লোকসানের মুখে পড়তে হচ্ছে । এদিকে গত বছর লকডাউন পরিস্থিতির কারনে ভিন রাজ্যের শ্রমিকদের বসিয়ে বসিয়ে বেতন দিতে হয়েছে । তার ফলে আমাদের বিপুল লোকসানের মুখে পড়তে হচ্ছে । তাই আমরা অনির্দিষ্টকালের জন্য ইঁটভাটাগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি ।’ ইঁটশিল্পের প্রতি সরকার যদি নজর না দেয় তাহলে আর ইঁটভাটা চালানো সম্ভব নয় বলে সংগঠনের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে । এদিক এই সিদ্ধান্তের ফলে চরম বিপাকে পড়ে গেছেন ইঁটশিল্পের উপর নির্ভরশীল কয়েক হাজার দুঃস্থ পরিবার ।।