এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),৩১ আগস্ট : ডেকরেটর সামগ্রীর ব্যবসার আড়ালে বাড়ির মধ্যে রীতিমত বেআইনি অস্ত্র কারখানা খুলে বসেছিল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার লোহাপোতা গ্রামের বাসিন্দা জনৈক রমজান শেখ ওরফে ভোম্বল নামে এক ব্যক্তি । পুলিশ সেখানে হানা দিতেই চম্পট দেয় ভোম্বল । তারপর থেকে তাকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ । অবশেষে দীর্ঘ প্রায় এক মাস বাদে পুলিশ তার নাগাল পেলো । সোমবার রাতে লোহাপোতা বাজার এলাকা থেকে রমজান শেখকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ । ধৃতকে জেরা করে এই মামলায় বিষ্ণু পন্ডিত ও ঝুলন সরকার নামে আরও ২ জনকে পুলিশ গ্রেফতার করেছে । ওই দু’জনের মধ্যে ঝুলন আমুল গ্রামের বাসিন্দা ও বিষ্ণুর বাড়ি কাটোয়ার মল্লিকপুর গ্রামে বলে জানা গেছে । মঙ্গলবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে মূল অভিযুক্ত রমজান শেখকে ৫ দিনের পুলিস হেফাজতে পাঠানো হয় । বাকি দু’জনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক ।
লোহাপোতা গ্রামের পুর্ব পাড়ায় বাড়ি রমজান শেখের । মাঠের ধারে মাটির বাড়ি তার । এলাকার সে ডেকরেটার সামগ্রীর ব্যাবসায়ী বলে পরিচিত ছিল । বাড়ির সামনে সাজানো থাকতো ফাইবারের চেয়ার । কিন্তু ডেকরেটরের ব্যাবসায়ের আড়ালে সে যে একটি অস্ত্র কারখানা খুলে বসেছে তা কল্পনাও করতে পারেনি স্থানীয় বাসিন্দারা । কিন্তু গোপন সুত্র থেকে পুলিশ এই অস্ত্র কারখানার হদিশ পেয়ে যায় । তারপর গত ৩ আগষ্ট রমজানের বাড়িতে হানা দিয়ে কার্যত চোখ কপালে উঠে যায় পুলিশের । পুলিশ দেখতে পায় বাড়ির একটি মাটির ঘরের মধ্যে অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত ড্রিল মেশিন, বন্দুক তৈরির জন্য বিভিন্ন সাইজের বাঁট, স্প্রিং, লেদ মেশিন থেকে শুরু করে প্রচুর জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে । সেই সঙ্গে দেশি পাইপগান, বড় একনলা বন্দুক সহ ১৭ রাউন্ড বিভিন্ন প্রকার গুলি পাওয়া যায় ওই ঘর থেকে । পুলিশ সেগুলি উদ্ধার করে আনে । এদিকে পুলিশ আসার আগেই এলাকা ছাড়া হয়ে যায় রমজান । তারপর থেকেই সে ফেরার ছিল । পুলিশ তার সন্ধানে বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালাতে শুরু করে । কিন্তু পুলিশ তার হদিশ করতে পারেনি ।
শেষে রমজানের নাগাল পেতে মাদক মামলায় জেলবন্দি পেকুয়া গ্রামের বাসিন্দা মুজিবুদ্দিন শেখ নামে এক মাদক কারবারীকে গত ২৬ আগস্ট শোন আরেস্ট (shown arrest) করে নিয়ে এসেছিল কাটোয়া থানার পুলিশ । তাকে জিজ্ঞাসাবাদ করতেই পুলিশ রমজান শেখের হদিশ জানতে পারে । শেষে সোমবার রাতে সে ধরা পড়ে যায় । ধৃত রমজানের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর । পুলিশ এই বেআইনি অস্ত্র কারবারের গোটা চক্রের হদিশ পেতে রমজানকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ।।