এইদিন ওয়েবডেস্ক,হুগলী,১৭ জুন : বিধানসভা ভোটের আগে ছিল তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের ট্রেন্ড । কিন্তু ভোটের ফলাফল প্রকাশের পর চিত্রটা উলটে যায় । ইতিমধ্যে কয়েকজন হেভিওয়েট নেতা বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফের তৃণমূলে ফিরে এসেছেন । এই ট্রেন্ড দেখা যাচ্ছে রাজ্যের প্রতিটি জেলাতেও । এদিকে দলবদলুদের দলে আসা ঠেকাতে ‘মিরজাফর’, ‘বেইমান’, ‘গদ্দার’ প্রভৃতি আখ্যা দিয়ে পোস্টার পড়ছে । রাজ্য স্তরের কোনও নেতাকে পটিয়ে যাতে কোনও দলবদলু ফের দলে না ঢুকতে পারে তার জন্য কোথাও কোথাও পথে নেমে বিক্ষোভও দেখাতে শুরু করে দিয়েছেন ব্লকস্তরের তৃণমূলের নেতা ও কর্মীরা । এবার উলটপুরান দেখা গেল হুগলী জেলার কোন্নগরে । বিগত বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া কেন্দ্রের বিজেপির প্রার্থী প্রবীর ঘোষালকে তৃণমূলে স্বাগত জানিয়ে পোস্টার পড়ল এলাকায় ।
বিগত বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন প্রবীর ঘোষাল । দল তাঁকে হুগলী জেলার উত্তরপাড়ায় প্রার্থী করেছিল । কিন্তু তিনি জয়ী হতে পারেননি । কয়েকদিন আগেই তিনি বেসুরো ছিলেন । বিজেপির রাজ্যস্তরের নেতাদের বিরুদ্ধে খোঁজখবর না নেওয়ার অভিযোগ তুলেছিলেন । পাশাপাশি তৃনমূল সুপ্রীমোকে নিয়ে তাঁর গলায় প্রশংসা ঝড়ে পড়েছিল । আর তা নিয়ে ফের তাঁর দলবদলের জল্পনা শুরু হয়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে ।
এই জল্পনার মাঝেই গত মঙ্গলবার কোন্নগর জুড়ে প্রবীর ঘোষালের বিরুদ্ধে পোস্টারে ছয়লাপ হয়ে গিয়েছিল । পোস্টারে তাঁকে ‘গদ্দার’, এমনকি ‘মধুচক্রের নায়ক’ পর্যন্ত আখ্যা দেওয়া হয়েছিল । এর জের কাটতে না কাটতেই ফের প্রবীরবাবুর নামে পোস্টার পড়ল কোন্নগরের বিভিন্ন জায়গায় । পোস্টারে লেখা “প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল এগিয়ে চলো তৃণমূল আপামর কর্মী ও সমর্থক তোমার সাথে আছে” । আবার কোনও পোস্টারে লেখা হয়েছে “বিশিষ্ট সাংবাদিক ও প্রাক্তন বিধায়ক শ্রী প্রবীর ঘোষাল তোমাকে তৃণমূল কংগ্রেসে স্বাগত।”
যদিও এই পোস্টার বিতর্কে তৃণমূলের এক জেলা নেতা বলেন, ‘পোস্টার লাগানো না পোস্টার ছিঁড়ে দেওয়ার উপর তৃণমূলের রাজনৈতিক সিদ্ধান্ত নির্ভর করে না । পোস্টারের মাধ্যমে যে কেউ প্রবীরবাবুকে দলে নেওয়ার পক্ষে সমর্থন বা নেওয়ার বিরোধিতা করতে পারেন । তবে কাকে দলে নেওয়া হবে বা নেওয়া হবে না তার সিদ্ধান্ত নেবেন দলনেত্রী ।’ পাশাপাশি তিনি উল্লেখ করেন যে পোস্টারগুলি সাঁটা হয়েছে সেগুলি দলের অনুমোদিত নয় । তবে পোস্টার বিতর্কে প্রবীরবাবুর কোনও মতামত পাওয়া যায়নি ।।