এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০৭ ডিসেম্বর : প্রতিযোগিতায় মেয়েদের অংশগ্রহণ করতে দিতে হবে,এই শর্তে অলিম্পিক কমিটিতে আফগানিস্তানের সদস্যপদ আপাতত বহাল রেখে দিল আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাটি । হিউম্যান রাইটস ওয়াচ আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে আফগানিস্তানের সদস্যপদ স্থগিত করার অনুরোধ করেছিল । তারপরেই এই সিদ্ধান্ত নিয়েছে অলিম্পিক কমিটি ।
২০২৪ সালে প্যারিসে হতে চলা অলিম্পিক গেমস নিয়ে একটি বৈঠকে আফগানি মহিলা ক্রীড়াবিদদের উপরে তালিবান কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে অলিম্পিক কমিটি । শেষে অলিম্পিক গেমসে আফগানিস্তানের অংশগ্রহণের জন্য কমিটির পক্ষ থেকে তিনটি শর্ত আরোপ করা হয় । শর্তগুলি হল খেলাধুলায় নারী ও মেয়েদের নিরাপদ ও ব্যাপক প্রবেশাধিকার নিশ্চিত করা,নারী ও মেয়ে ক্রীড়াবিদদের উপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার এবং অলিম্পিক গেমসে আফগানিস্তানের বাইরে ও অভ্যন্তরে বসবাসকারী নারী ক্রীড়াবিদদের অংশগ্রহণের অনুমতি দিতে হবে । এই তিন শর্ত মানলে আফগানিস্তানের সদস্যপদ স্থগিত করা হবে না বলে জানিয়েছে অলিম্পিক কমিটি ।
এদিকে আফগান নারীদের খেলাধুলার ওপর আরোপিত নিষেধাজ্ঞার কারণে এই কমিটিতে তালে
তালিবান নিয়ন্ত্রিত আফগানিস্তানের সদস্যপদ স্থগিত করার পক্ষে সওয়াল করেছে হিউম্যান রাইটস ওয়াচ।।