এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,০৯ ফেব্রুয়ারী : সরস্বতী প্রতিমার নিরঞ্জন উপলক্ষে পূজো কমিটির তরফ থেকে খিচুড়ি ভোজের আয়োজন করা হয়েছিল । তাই খিচুড়ি খাওয়ার জন্য আসছিলেন এক বৃদ্ধ । কিন্তু তিনি রাস্তা পারাপার করা সময় পরপর দুটি বেপরোয়া গতির লরি তাঁকে পিষে দেয় । ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় । মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসায়ের থানার ডাকবাংলো বাসস্ট্যান্ড এলাকায় সোনামুখী বর্ধমান সড়ক পথে । পুলিশ জানিয়েছে,মৃতের নাম করালী ঘোষ(৬২) । এদিকে দূর্ঘটনার পর ক্ষিপ্ত জনতা লরি দুটিতে ভাংচুর চালায় । মারধর করা হয় এক লরি চালককেও । পুলিশ তাঁকে উদ্ধার করে । পুলিশ ঘাতক লরি দুটিকে আটক করেছে ।
স্থানীয় সূত্রে জানা গেছে পাত্রসায়ের থানার ডাকবাংলো বাসস্ট্যান্ড এলাকায় এবারে সরস্বতী পূজোর আয়োজন করেছিল স্থানীয় বাসিন্দারা । মঙ্গলবার রাতে প্রতিমা নিরঞ্জন করা হয় । সেই উপলক্ষে খিঁচুড়ি ভোজের আয়োজন করা হয়েছিল ।সোনামুখী-বর্ধমান সড়ক পথের কিছুটা পাশেই খিচুড়ি রান্না করা হচ্ছিল । সেই সময় স্থানীয় বাসিন্দা বৃদ্ধ করালী ঘোষ রাস্তার অন্যপ্রান্ত থেকে সেখানে যাচ্ছিলেন । ঠিক তখনই বর্ধমানের দিক থেকে সোনামুখীগামী একটি লরি প্রথমে তাঁকে ধাক্কা দেয় । বৃদ্ধ রাস্তার উপরে ছিটকে পড়েন। এরপরই পিছনে থাকা একটি লরি এসে রাস্তায় পড়ে থাকা করালীবাবুকে কার্যত পিষে দেয় । ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এরপরই এলাকার বাসিন্দারা তাড়া করে লরি দুটিকে ঘরে ফেলে । তারপর তারা ভাংচুর চালাতে শুরু করে । একটি লরির চালক পালিয়ে গেলেও অপর লরির চালক ধরা পড়ে যায় । ক্ষিপ্ত জনতা তাকে গনধোলাই দেয় । খবর পেয়ে পাত্রসায়ের থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে । বুধবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ । স্থানীয়দের অভিযোগ ,লরি দুটির বেপরোয়া গতির কারনেই বেঘোরে প্রাণ হারালেন ওই বৃদ্ধ ৷ পুলিশ অপর লরি চালকের সন্ধান চালাচ্ছে ।।