এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,১১ জুলাই : ঘুম থেকে ওঠার পর মুখ ধোওয়ার জল তুলতে গিয়ে পা পিছলে ৪২ ফুট গভীর কুয়োতে পড়ে যায় এক প্রৌঢ় । দীর্ঘক্ষণ কুয়োর মধ্যে পড়ে থাকার পর পরিবারের লোকজনের নজরে পড়ে । খবর পেয়ে আসে দমকলবাহিনী । শেষে দমকলকর্মীরা ঘন্টা দুয়েকের চেষ্টায় প্রৌঢ়কে জীবিত অবস্থায় কুয়ো থেকে উদ্ধার করতে সক্ষম হয় । সোমবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের মাড়ুইবাজার এলাকায় । বর্তমানে বিষ্ণুপুর হাসপাতালে চিকিৎসাধীন শক্তিপদ দে(৫০) নামে ওই ব্যক্তি ।
পরিবার সুত্রে খবর,এদিন সকালে ঘুম থেকে উঠে বাড়ির মধ্যে থাকা গভীর কুয়োতে কোন ভাবে পড়ে যান শক্তিপদবাবু । বিষয়টি পরিবারের লোকজনের নজরে পড়লে চিৎকার করে লোকজন ডাকাডাকি করে । তারপর আশপাশের লোকজন ছুটে এসে প্রথমে তাঁকে উদ্ধার করার চেষ্টা করে । ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে দমকলবাহিনী । শেষে দীর্ঘক্ষণ চেষ্টার পর ওই ব্যক্তিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় । এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ।।