আজিজুর রহমান,বর্ধমান,২৯ ডিসেম্বর : ভেঙে পড়া মাটির বাড়ির দেওয়ালের নিচে চাপা পড়ে মৃত্যু হল গৃহকর্ত্রীর । মৃতার নাম সুষমা মুখোপাধ্যায় (৬৪)। তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের গলসি থানার মহুনারা গ্রামে । সোমবার বেলায় নিজেদের মাটির বাড়ির
দেওয়ালের পাশে বসে সুষমাদেবী ঘুঁটে রোদে শুখাতে দিচ্ছিলেন।ওই সময়ে দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়লে তিনি তার নিচে চাপা পড়ে যান । প্রতিবেশী ও আত্মীয়রা ভেঙে পড়া মাটির দেওয়ালের অংশ সরিয়ে আশঙ্কাজনক অবস্থায় সুষমাদেবীকে উদ্ধার করেন । বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই বৃদ্ধার মৃত্যু হয় ।এই ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছেন বৃদ্ধার পরিবার পরিজন ও প্রতিবেশীরা ।
মৃতার ছেলে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় জানিয়েছেন, তাঁদের মাটির বাড়িটি বহু দিনের পুরানো । বাড়িটি বিপজ্জনক হয়ে যাওয়ায় লোক দিয়ে মাটির বাড়ির দেওয়াল ভেঙে ফেলার কাজ চলছিল । কৃষ্ণেন্দুবাবু জানান , এদিন বেলায় তাঁদের মাটির বাড়িটির পশ্চিম দিকের দেওয়ালের পাশে বসে তাঁর মা সুষমাদেবী ঘুঁটে শুখাতে দিচ্ছিলেন । এদিকে এক শ্রমিক তখন পূর্ব দিকের দেওয়াল ভাঙছিল । ওই সময়ে আচমকাই পশ্চিম দিকের দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়লে তাঁর মা ভেঙে পড়া দেওয়ালের নিচে চাপা পড়ে গিয়ে মারাত্মক জখম হন ।
জানা গেছে,ওই বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল । কিন্তু শেষ রক্ষা হয় নি । পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন সুষমাদেবী ।।