এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২০ এপ্রিল : ভারতে ফের করোনার মহামারী দিন দিন বেড়েই চলেছে । বিগত ২৪ ঘন্টায় নতুন করে ১২,৫৬০ জনের শরীরে করোনা-১৯ এর সংক্রমণ ধরা পড়েছে । বর্তমানে দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,৪৮,৫৭,৯৯২ । কোভিডের কারণে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৫,৩১,২৩০ হয়েছে । সুস্থ হওয়ার সংখ্যা ৪,৪২,৬১,৪৭৬ জন ।
গত ১৬ জানুয়ারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশীয়ভাবে তৈরি কোভিশিল্ড এবং কোভ্যাকসিন করোনা ভ্যাকসিন চালু করেছিলেন । ভ্যাকসিনের প্রথম অগ্রাধিকার দেওয়া হয়েছিল করোনা যোদ্ধাদের যারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে করোনার বিরুদ্ধে লড়াই করছেন। পরে ৪৫ বছরের বেশি বয়সী সকল নাগরিককে টিকা দেওয়া হয় । ১৮ থেকে ৪৫ বছর বয়সী সকলকে পয়লা মে থেকে টিকা দেওয়া হচ্ছে । কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুসারে, এযাবৎ ২,২০,৬৬,২৮,৩৩২ জনকে টিকা দেওয়া হয়েছে । কিন্তু নতুন করে সংক্রমণ শুরু হওয়ায় ভাবাচ্ছে সকলকে ।।

