এইদিন ওয়েবডেস্ক,০১ সেপ্টেম্বর : বিশ্বজুড়ে মাঙ্কিপক্সের সংখ্যা ৫০,০০০-এর ছাড়াল । তবে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হটস্পট এলাকাগুলিতে এই ভাইরাসের সংক্রমণ ধীর হয়ে যাচ্ছে বলে বুধবার জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) । ডাব্লুএইচওর দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরে ৫০,৪৯৬ জন মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে । মৃত্যু হয়েছে ১৬ জন মানুষের । বিশ্বে মাঙ্কিপক্সে আক্রান্তদের মধ্যে এক-তৃতীয়াংশ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে । গত জুলাইয়ে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবের কারনে বিশ্বব্যাপী জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছিল জাতিসংঘ সংস্থা । মাঙ্কিপক্সের লক্ষণগুলি হল- জ্বর, মাথাব্যথা, লিম্ফ নোড (lymph nodes,) ফুলে যাওয়া, ক্লান্তি, পেশীতে ব্যথা, ফুসকুড়ি, ক্ষত, পিঠে ব্যথা, ফোসকা এবং ঠান্ডা লাগা । এই রোগের উপসর্গের সময়কাল ৫ থেকে ২১ দিন পর্যন্ত হতে পারে ।
ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস বলেছেন, ‘বেশ কয়েকটি দেশ ক্রমবর্ধমান সংক্রমণের সংখ্যা দেখতে পাওয়া যাচ্ছে, যদিও কানাডায় সংক্রমণের হার নিম্নমুখী । এছাড়া জার্মানি এবং নেদারল্যান্ডস সহ কয়েকটি ইউরোপীয় দেশে প্রাদুর্ভাবের গতি কমেছে ।’ তিনি বলেন,’মাঙ্কিপক্স নির্মূল করতে রাজনৈতিক সদিচ্ছা ও প্রতিশ্রুতি এবং জনস্বাস্থ্য ব্যবস্থার বাস্তবায়ন প্রয়োজন ।’।