এইদিন ওয়েবডেস্ক,আবুজা,১২ আগস্ট : নাইজেরিয়ায় সাম্প্রতিক সময়ে ধর্মনিন্দার নামে একের পর এক নৃসংস খুনের ঘটনা ঘটেছে । ইসলামি জিহাদিদের দ্বারা খুন অপহরণ নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে নাইজেরিয়ায় । গণ অপহরণ ও ইসলামি জঙ্গি হামলা বন্ধ করতে ব্যর্থ হওয়ার কারনে নাইজেরিয়ার সরকার ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ।
এবার নাইজেরিয়ার বিমান বাহিনী দাবি করল, চলতি সপ্তাহে বিমান হামলায় অপরাধী চক্রের ৫৫ জন সদস্যকে তারা খতম করেছে । চক্রটি বেশ কয়েকজনকে অপহরণ করে মুক্তিপণের দাবি করছিল । বিমান হামলার পর অপহৃত মানুষদের উদ্ধার করা হয়েছে বলে তারা জানিয়েছে ।
নাইজেরিয়ার বিমান বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার দেশের উত্তর মধ্যাঞ্চলের কাদুনা রাজ্যে তারা বিমান হামলা চালায় । তাতে অপহরণ চক্রের নেতাসহ ২৮ জন সদস্য নিহত হয়েছে । এতে আরো অনেকে আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
বিমান বাহিনীর জনসংযোগ পরিচালক গ্যাব্রিয়েল গ্যাবকুয়েট সংবাদিকদের বলেছেন,’আমাদের কাছে গোয়েন্দা সংস্থা থেকে ইনপুট আসে যে, দুষ্কৃতীরা এলাকায় জড়ো হয়েছে । আর তারপরেই বিমান হামলা চালানো হয় এবং মুক্ত করা হয় পনবন্দিদের ।’ তিনি আরও বলেন, ‘এছাড়াও চলতি সপ্তাহে উত্তর-পশ্চিম কাটসিনা রাজ্যে বিমান হামলায় ২৭ জন দস্যু নিহত হয়েছে । উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রসস্ত্র ।’
নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি জাতীয় নিরাপত্তা পরিষদের সভায় সভাপতিত্ব করার এক সপ্তাহ পরে এই বিমান হামলা চালানো হয়। তিনি তখন জানিয়েছিলেন,সন্ত্রাসীদের মোকাবেলা করতে তিনি নিরাপত্তা বাহিনীকে ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছেন ।
নাইজেরিয়ার ন্যাশনাল ডিফেন্স কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ডার্লিংটন আবদুল্লাহি বলেছেন, বুহারির কথাগুলো সৈন্যদের মনোবল বাড়িয়ে তুলেছে । আর সেই কারনেই এসেছে সফলতা ।।