এইদিন ওয়েবডেস্ক,শ্রীনগর,২৩ নভেম্বর : ইউএপিএ মামলায় শ্রীনগরের মানবাধিকার কর্মী খুররম পারভেজকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) । খুররম পারভেজ শ্রীনগর স্থিত ‘জম্মু কাশ্মীর কোয়ালিশন অফ সিভিল সোসাইটি’ নামে একটি অলাভজনক প্রচারণা এবং অ্যাডভোকেসি সংস্থার সমন্বয়কারী হিসাবে কাজ করতেন বলে জানা গেছে । শ্রীনগর শহরের সোনাওয়ার (sonavar)-এর বাড়িতে সোমবার অভিযানের সময় তাঁকে গ্রেফতার করে এনআইএর বাহিনী ।
সন্ত্রাসী অর্থাসরবরাহ (terror funding) মামলায় তদন্তে নেমে এনআইএ (National Investigation Agency) জানতে পারে কিছু তথাকথিত এনজিও এবং ট্রাস্ট সমাজসেবার নামে দেশ ও বিদেশে থেকে অর্থ সংগ্রহ করছে । আর সেই অর্থ জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ চালাতে ব্যবহার করা হচ্ছে । এই খবর পেতেই অভিযানে নামে এনআইএ । গত বছর ২৮ অক্টোবর তদন্তকারী দল উপত্যকায় পারভেজের বাড়িসহ ১০ জায়গায় এবং বেঙ্গালুরুতে একটি জায়গায় তল্লাশি চালায় ।
তদন্তকারী সংস্থা সুত্রে খবর,গত বছরের ৮ অক্টোবর
ভারতীয় দণ্ডবিধি (আইপিসি) এবং বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ) এর ধারায় একটি মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করে এনআইএ । এনআইএর দাবি তারা প্রত্যক্ষ প্রমান পায় যে, কিছু এনজিও এবং ট্রাস্ট দেশ এবং বিদেশ থেকে তথাকথিত অনুদান সংগ্রহ করে সেই টাকা জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাওয়ার পিছনে ব্যয় করছে । জম্মু কাশ্মীরের মানবাধিকার কর্মী খুররম পারভেজ পারভেজের বিরুদ্ধেও সন্ত্রাসে অর্থায়নে জড়িত থাকার অভিযোগ রয়েছে ।
সংবাদ সংস্থা সুত্রে খবর, তাঁর বিরুদ্ধে ইউএপিএর ৪০ ধারায় গত ৬ নভেম্বর মামলা দায়ের করা হয়েছিল । তাঁর বিরুদ্ধে টেরর ফান্ডিং,সরকারের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়া,সন্ত্রাসী কাজের জন্য ব্যক্তিদের নিয়োগ করা,অপরাধমূলক ষড়যন্ত্রসহ একাধিক ধারায় মামলা রজু করা হয়েছে ।
শেষে সোমবার সন্ধ্যায় এনআইএ,পুলিশ ও আধাসামরিক বাহিনী ওই সংস্থার অফিসের পাশাপাশি পারভেজের বাড়িতে হানা দেয় । পারভেজের ফোন ও ল্যাপটপ আটক করা হয় । পাশাপাশি তাঁকে গ্রেফতার করা হয় । ধৃত খুররম পারভেজকে জিজ্ঞাসাবাদ করছে এনআইএর আধিকারিকরা ।।