এইদিন ওয়েবডেস্ক,কলম্বো,১২ মে : শ্রীলঙ্কার পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা এবং শ্রীলঙ্কার প্রাক্তন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের নাম ঘোষণা করা হয়েছে । বুধবার সন্ধ্যায় বর্তমান রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাক্ষের সাথে একটি রুদ্ধদ্বার বৈঠকের পরে পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে তাঁকে নির্বাচিত করা হয় । বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ তাঁর শপথ নেওয়ার কথা । উল্লেখ্য,শ্রীলঙ্কার ২২৫ সদস্যের সংসদে বিক্রমাসিংহের ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) মাত্র একটি সদস্য রয়েছে ।
৭৩ বর্ষীয় রনিল বিক্রমাসিংহে শ্রীলঙ্কার চার বারের প্রধানমন্ত্রী ছিলেন । ২০১৮ সালের অক্টোবরে তৎকালীন রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনা তাঁকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করেছিলেন । তবে তার মাত্র দুই মাস পর সিরিসেনা ফের তাঁকে এই পদে পুনর্বহাল করেন । একবার ফের দেশের চরম আর্থিক সঙ্কটের সময় রনিল বিক্রমাসিংহের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে শ্রীলঙ্কা । কিন্তু দেশের প্রধানমন্ত্রী বদল সাধারণ মানুষের ক্ষোভ কতটা প্রশমিত করতে পারবে তা ভবিষ্যৎই বলবে ।।