সুজয় কর,কলকাতা,২৯ মে : কলকাতার সুপরিচিত ‘সবুজ কলম’ পত্রিকার উদ্যোগে আজ বুধবার, ২৯ শে মে শিয়ালদহর কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট হলে দুই বাংলার জনপ্রিয় কবিদের উপস্থিতিতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী পালিত হয়। এই উপলক্ষ্যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্রোহী কবির প্রতিকৃতিতে মাল্যদান করে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করে গাছের গোড়ায় জল দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ‘অগ্নিবীণা’ পত্রিকার সম্পাদক তথা অনুষ্ঠানের উদ্বোধক রবীন মুখোপাধ্যায়।
অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী চান্দ্রেয়ী চট্টোপাধ্যায়। এরপর উপস্থিত অতিথিরা নজরুলের লেখা কবিতা পাঠ করেন। প্রবীণ কবি বরুন চক্রবর্তী বিদ্রোহী কবির সাহিত্যচর্চার বিভিন্ন দিক নিয়ে মননশীল আলোচনা করেন। মন্ত্রমুগ্ধের মত শ্রোতারা সেদিকে মননিবেশ করেন। এই দিন ‘সবুজ কলম’ পত্রিকাটি প্রকাশ করেন অনুষ্ঠানের সভাপতি রঞ্জনা গুহ ও প্রধান অতিথি বরুন চক্রবর্তী। উদ্যোক্তাদের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিকে ‘দোলনচাঁপা’ সম্মাননা প্রদান করা হয়। ছয় ঘণ্টা ব্যাপী অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন রঞ্জনা গুহ। প্রতেকেই তার সঞ্চালনার প্রশংসা করতে বাধ্য হন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কবি বরুন চক্রবর্তী ও বিশেষ অতিথি ছিলেন সত্যকাম বাগচী। এছাড়াও উপস্থিত ছিলেন সেখ মনিরুদিন, বিমান ঘোষ, অলকানন্দা গোস্বামী, রঞ্জনা কর্মকার, দেবাশীষ বসু, সুমনা সেনগুপ্ত, আব্দুল কাইউম প্রমুখ। ওপার বাংলা থেকে এসেছিলেন সিরাজুল ইসলাম, খায়রুল আলম ও শেখ এ সাঈদ ফার্সী। অনুষ্ঠানটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য পত্রিকা গোষ্ঠীর চেয়ারম্যান শিবশঙ্কর বক্সি, সহ চেয়ারম্যান সুস্মিতা চট্টোপাধ্যায় ও সহ সভাপতি আকাশ পাইন সতর্কভাবে সব দিকে নজর রাখেন। উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পত্রিকা গোষ্ঠীর সম্পাদক চন্দ্রনাথ বসু বলেন,’সকলের সহযোগিতায় অনেক দিন পর একটি সুন্দর অনুষ্ঠানের সাক্ষী থাকার সুযোগ পেলাম।’।