এইদিন ওয়েবডেস্ক,আমস্টারডাম,১৯ ডিসেম্বর : ওমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবিলায় ইতিপূর্বে নেদারল্যান্ডস সরকারকে ‘কঠোর’ লকডাউনে যাওয়ার পরামর্শ দিয়েছিল সে দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা । শুক্রবার মন্ত্রিসভার বৈঠকের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওমিক্রন ভ্যারিয়েন্টটির দ্রুত বিস্তার নিয়ে “বড় উদ্বেগ” বলে বলে মন্তব্য করেছিলে নেদারল্যান্ডসের স্বাস্থ্যমন্ত্রী হুগো ডি জঙ্গে । তখন থেকেই এই দেশটি ফের লকডাউনের পথে হাঁটতে পারে বলে মনে করা হচ্ছিল । শেষ পর্যন্ত শনিবার এক সংবাদ সম্মেলনে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট বলেন, ‘খুবই দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে আজ আমি এখানে এসেছি । এখন আমাকে যারা দেখছেন তাঁদেরও একই অনুভূতি হচ্ছে বলে আমি মনে করি ।’ তারপর তিনি বলেন,’নেদারল্যান্ডস আগামীকাল (রবিবার) থেকে লকডাউনে যাচ্ছে।’
উল্লেখ্য,গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো ওমিক্রনে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায় । করোনার বি.১.১.৫২৯ নামক এই ভ্যারিয়েন্টকে গ্রিক বর্ণমালার ১৫ নম্বর অক্ষর অনুযায়ী ‘ওমিক্রন’ নামকরণ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ডেল্টার থেকে ওমিক্রনের অসুস্থতা সৃষ্টির ক্ষমতা অনেক কম হলেও এটি দ্রুতগতিতে ছড়াতে পারে । তাই ওমিক্রনকে সুপার-স্প্রেডার বলে বর্ননা করেছেন ডবলুএইচও । এযাবৎ এই ভাইরাসটির উপস্থিতি ৭৭টি দেশে সনাক্ত করা হয়েছে । তবে ওমিক্রনে আক্রান্তদের কেবল হালকা উপসর্গ দেখা দিচ্ছে এবং তাদের হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন পড়ছে না ।
দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্তের পর ওমিক্রন রোধে ইতিমধ্যে বিধিনিষেধ জারি করতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশ । তবে অনান্য দেশের তুলনায় নেদারল্যান্ডসেই সবচেয়ে কঠোর বিধিনিষেধ জারি করা হল বলে মনে করা হচ্ছে । জানা গেছে,অপ্রয়োজনীয় দোকান, স্কুল, বার, রেস্তোরাঁ এবং অন্যান্য পাবলিক ভেন্যুগুলো কমপক্ষে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নেদারল্যান্ডস সরকার । এছাড়া লকডাউনের মধ্যে বাড়িতে বা ঘরোয়া কোনো অনুষ্ঠানে দু’জন করে অতিথি অংশ নিতে পারবে না । তবে ছুটির দিনগুলোতে সর্বাধিক ৪ জনের পর্যন্ত অনুমোদন দেওয়া হয়েছে । আজ রবিবার থেকে নেদারল্যান্ডস জুড়ে শুরু হচ্ছে এই বিধিনিষেধ ।।