এইদিন ওয়েবডেস্ক,মালদা,২২ জুলাই : জমির আল দেওয়াকে কেন্দ্র করে বচসার জেরে এক ব্যক্তিকে গুলি করে প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী ব্যক্তির বিরুদ্ধে । বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মালদা জেলার রতুয়া থানার বাহারাল গ্রাম পঞ্চায়েতের সাহাপুর গ্রামে । স্থানীয় বাসিন্দারা শেখ হেনা (৪৫) নামে গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে । তাঁর ডান কাঁধে গুলি লেগেছে বলে জানা গেছে । অভিযুক্ত ব্যক্তি শেখ নাজিরের বিরুদ্ধে রতুয়া থানার অভিযোগ দায়ের করেছে আহতের পরিবার । পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পলাতক । তার সন্ধান চালানো হচ্ছে ৷
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,সাহাপুর গ্রামের বাসিন্দা শেখ হেনা ও তাঁর প্রতিবেশী শেখ নাজিরের মধ্যে জমির আল দেওয়া নিয়ে কিছুদিন ধরে ঝামেলা চলছিল । ইতিপূর্বে একাধিক বার এনিয়ে বচসায় জড়িয়ে ছিল ওই দুই ব্যক্তি । বুধবার রাতে ফের একবার দু’জনের মধ্যে বচসা বেধে যায় । সেই সময় সেখ নাজির পিস্তল বের করে শেখ হেনাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালিয়ে দেয় বলে অভিযোগ । গুলিটি এসে শেখ হেনার কাঁধে লাগে । গুলির শব্দে ও হেনার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে চম্পট দেয় নাজির । স্থানীয় লোকজন জখম ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে । পুলিশ জানিয়েছে,এই ঘটনার পিছনে অন্য কোনও কারন আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে ।।