এইদিন ওয়েবডেস্ক,গিরিডি,২৩ জানুয়ারী : নকশালদের দ্বারা একের পর এক নাশকতার ঘটনায় তাদের উদ্দেশ্য নিয়ে বারবার প্রশ্ন উঠছে । ফের একবার নকশালদের দেখা গেল সন্ত্রাসবাদীদের ভূমিকায় । এবার ঝাড়খণ্ডের গিরিডি জেলায় একটি ব্রিজ ও মোবাইল টাওয়ার বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিয়েছে নকশালরা । পুলিশ জানিয়েছে, রবিবার ভোর প্রায় আড়াইটা নাগাদ সিন্দওয়ারিয়া (sindwaria) পঞ্চায়েতের বরাকর নদীর উপর নির্মিত সেতুটি ডেটোনেটর দিয়ে উড়িয়ে দিয়েছে নকশাল ক্যাডাররা । এছাড়া তারা একইভাবে একটি মোবাইল টাওয়ারকেও ধ্বংশ করে দিয়েছে । পুলিশ জানিয়েছে, নকশালরা একদিন আগে দুটি জায়গায় বিস্ফোরণ ঘটিয়ে মোবাইল টাওয়ার উড়িয়ে দিয়েছিল ।
এদিকে বরাকর নদীর উপর নির্মিত ধ্বংশ হয়ে যাওয়ায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে । ফলে চুড়ান্ত নাকাল হতে হচ্ছে বিস্তীর্ণ এলাকার মানুষকে । বিস্ফোরণের পর নকশালরা লিফলেটও ছড়িয়ে দিয়ে গেছে । তাতে লেখা আছে গ্রেফতার হওয়া নকশাল নেতা প্রশান্ত বোস ও তার স্ত্রীকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে হবে । এছাড়া ২১ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত প্রতিরোধ মিছিল সফল করার জন্য দাবি জানানো হয়েছে লিফলেটে ।।