এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৮ নভেম্বর : এরাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের(এসআইআর) কাজ চলছে ৷ বর্তমানে গননা ফর্ম বিতরণ-সংগ্রহের পাশাপাশি ডিজিটাইজেশনের কাজ করছেন বুথ লেভেল অফিসাররা (বিএলও) ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ যে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে দিয়ে বহু মৃত ভোটার ও বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীর নাম রেখে দেওয়া হচ্ছে । তিনি মুখ্যসচিবকে “টেন্টেড” (কলঙ্কিত) ও “কোরাপ্টেড” (দুর্নীতিবাজ) আখ্যা দিয়ে জানান যে, বর্তমানে ১.২০ কোটি গননা ফর্ম ডিজিটাইজ করতে বাকি আছে । আর এখনো পর্যন্ত মাত্র সাড়ে ২৭-২৮ লক্ষ নাম বাদ গেছে । তবে তিনি আশ্বস্ত করে জানিয়েছেন, মমতা ব্যানার্জি যাই করুন না কেন, বিজেপি অবৈধ ভোটারদের নাম বাদ দিয়েই ছাড়বে ।
আজ শুক্রবার সন্ধ্যায় কলকাতার আইসিসিআর-এ সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন,’এখনো পর্যন্ত আমার কাছে যে খবর আছে ১ কোটি ২০ লক্ষ ভোটার ডিজিটাইজ হয়নি । আর যা ডিজিটাইজ হয়েছে তার মধ্যে সাড়ে ২৭-২৮ লক্ষ নাম বাদ গেছে । কিন্তু এই সংখ্যা অত্যন্ত অল্প৷’
তিনি অভিযোগ করেছেন,’বহু মৃত এবং বাংলাদেশী অবৈধ অনুপ্রবেশকারীর নাম রেখে দেওয়া হচ্ছে এবং নেতৃত্ব দিচ্ছেন টেন্টেড চিফ সেক্রেটারি কোরাপ্টেড মনোজ পন্থ । আমাদের কাছে এভিডেন্স আছে। আমরাও পুরো নজর রেখেছি । প্রক্রিয়াটা আরো দুমাস চলবে। আপনারা(তৃণমূল) করতে থাকুন । আমরা কাটিয়ে ছাড়বো । আমাদের হাতেও ছয় নম্বর, সাত নম্বর, আট নম্বর ফর্ম আছে । আমরা প্রয়োগ করবো । হয়তো আপনাদের চশমাতে আমরা নেই, কিন্তু আমরাও মাঠে আছি ।’
পাশাপাশি শুভেন্দু অধিকারী তৃণমূলকে “যাত্রা পার্টি”র সঙ্গে তুলনা করে বলেন,’মমতা ব্যানার্জি বলেছিলেন ” এসআইআর নেহি করনে দুঙ্গা” । ওর ছোটটাও একই কথা বলেছিল । কিন্তু এসআইআর হচ্ছে ৷ কিন্তু (মমতা ব্যানার্জি) একদিকে এসআইআর -এর বিরোধিতা করছেন অন্যদিকে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পা ধরার জন্য দশজন সাংসদকে পাঠিয়ে দিচ্ছেন । পাশাপাশি মনোজ পন্থকে লাগিয়েছেন ফোন করে করে ইআরও, এইআরও, ডিও-দেরকে বলার জন্য “সব নাম তুলে দিন, কোন নাম বাদ দেওয়ার দরকার নেই” । মনোজ পন্থ ডাইরেক্ট ফোন করে বলছে ।’ শুভেন্দু অধিকারীর কথায়,’তৃণমূলের একই অঙ্গে বহুরূপ । এ যাত্রা পার্টি ছাড়া সম্ভব নয় ।’।

