প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১২ ডিসেম্বর : এ যেন শাসক নেতার ’বহুরুপী’ বনে যাওয়ার মত ব্যাপার।পূর্ব বর্ধমানের কাটোয়া শহরে ফ্ল্যাট বাড়ির অধিপতি তৃণমূল নেতা নীলমাধব বন্দ্যোপাধ্যায় গ্রামে রেখে দিয়েছেন মাটির বাড়িতে।নেতার শহরে বড়লোক আর গ্রামে গরিব সাজার আসল উদ্দেশ্য ফাঁস হয়েগিয়েছে বাংলা আবাস যোজনার তালিকা প্রকাশ হওয়ার পরেই।তাতেই দেখা যায়,কাটোয়ার গ্রামের মাটির বাড়ি দেখিয়ে ওই নেতা তাঁর স্ত্রীর নাম সরকারী আবাস যোজনার তালিকায় স্থান করিয়ে নিয়েছেন।আর এই কার্যসিদ্ধির দরুন নীলবাধব এখন কাটোয়ার পলসনা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের কাছে ’বহুরুপে ছলনার’ প্রতিভূ বনে গিয়েছেন। নীলমাধবের দেখানো পথে হেঁটে কাটোয়ার আরও একাধীক তৃণমূল নেতাও আবাসের তালিকায় স্বজনদের নাম তুলিয়ে নেওয়ার ব্যাপারে কেল্লাফতে করে ফেলেছেন।
গুনধর তৃণমূল নেতা নীলমাধব বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাট বাড়ি রয়েছে কাটোয়া শহরে। কাটোয়া ২ ব্লকের পলসনা গ্রাম পঞ্চায়েত অধীন আউরিয়া গ্রামে তিনি শাসক দলের হয়ে নেতা গিরি করেন। গ্রামে ওই নেতার পরিজনদের সাবেকি মাটির বাড়ি রয়েছে।আবাস যোজনার পাকা বাড়ির টাকা হাতানোর জন্য ফ্ল্যাট বাড়ির বাসিন্দা নীলমাধব ও তাঁর পরিজনরা ওই মাটির বাড়িকেই শ্রীখণ্ডী করেন বলে অভিযোগ। এতে নীলমাধব সফলতাও পেয়ে গিয়েছেন।
এলাকার বাসিন্দাদের দাবি অনুযায়ী ফ্ল্যাট বাড়িতে বসবাস করা নীলমাধব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াংকা বন্দোপাধ্যায় এর নাম উঠেছে আবাস তালিকায়।এনিয়ে নীলমাধবের বক্তব্য ,কাটোয়া শহরের ফ্ল্যাট বাড়িটি তাঁর মায়ের নামে রয়েছে। তিনি নাকি গ্রামের মাটির বাড়িতেই থাকেন। ওই একই গ্রামের তৃণমূল কর্মী ধুলু ঘোষও আবাসের তালিকায় নাম তোলার ব্যাপার কেল্লাফতে করে ফেলেছেন।আবাসের নতুন তালিকায় তাঁর স্ত্রী মৌসুমী ঘোষ ও মা কল্পনা ঘোষের নাম এখন জ্বলজ্বল করছে।এঁনারাও মাটির বাড়িতে থাকেন বলে একই রকম ভাবে দাবি করেছেন। এই দুই নেতার মতই কেল্লাফতে করেছেন স্থানীয় কোয়ারা গ্রামের তৃণমূল কর্মী মিলন কুমার ঘোষ। মাটির বাড়ি থাকলেও নতুন আবাসের তালিকায় তাঁদের পরিবারের তিনটি নাম উঠেছে। মিলন ঘোষের নাম রয়েছে তাঁর নিজের গ্রাম ও পাশের গ্রামের তালিকায়।এমনকি তাঁর মা পদ্মারানীদেবীর নাম তালিকায় উঠেছে বলে এলাকাবাসীর দাবি।এ নিয়ে মিলনের সাফাই,তাঁর মা ও তাঁর নাম উঠেছে তালিকায়। তাঁর মা আলাদা থাকেন। আরেকটি নামের বিষয়ে কিছু জানা নেই বলে তিনি জানিয়েছেন।
এদিকে বাংলা আবাস যোজনার তালিকায় তৃণমূল নেতা ও তাঁদের পরিবার পরিজনের নামের রমরমা নিয়ে কটাক্ষের বন্যা বইয়ে দিয়েছে বিজেপি।জেলা বিজেপির সহ-সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র এ নিয়ে বলেন,“দুর্নীতিতে তৃণমূলের জুড়ি নেই।ফ্ল্যাট বাড়িতে বসবাস করেও মাটির বাড়ির বাসিন্দা বলে জাহির করে আবাসের তালিকায় নাম তুলিয়ে তৃণমূলের নেতারা সত্যিকারে ’বহুরুপীর’ প্রকাশ ঘটিয়ে দিয়েছেন।দিন যত গড়াচ্ছে তৃণমূলের এই ’বহুরুপী’ রুপটা সর্বক্ষেত্রে আরও প্রকট ভাবে ধরা পড়ছে বলে মৃত্যুঞ্জয় চন্দ্র দাবি করেছেন।
তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় যদিও স্পষ্ট জানিয়ে দেন,বিজেপির অভিযোগ উদ্দেশ্য প্রণদিত। ওরা বাড়িয়ে বাড়িয়ে অভিযোগ করছে। তবে কোথাও কোন তৃণমূল নেতার নাম ঘুর পথে আবাসে তালিকায় তা উঠলে তা বাদ দিয়ে দেওয়া হবে।“আর কাটোয়া ২ ব্লকের বিডিও আসিফ আনসারি জানিয়েছেন,পুরো বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।অভিযোগের সত্যতা থাকলে তালিকা থেকে ওইসব নাম বাদও হয়ে যাবে।।