প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০১ সেপ্টেম্বর :
দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে বঙ্গের স্কুল সার্ভিস কমিশন(SSC)’দাগি’ শিক্ষকদের নামের তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে। সেই তালিকায় ধরা পড়েছে রাজ্যের শাসক দলের একাধিক নেতা, মন্ত্রী,বিধায়ক ও কাউন্সিলর ঘনিষ্টের নাম।তা নিয়ে রাজ্য সরকারকে ’মহাদাগি’ সরকার বলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করছেন। এর পরেই আসরে নেমে এস.এস.সি (SSC) প্রকাশিত ’দাগি’ শিক্ষকের তালিকা ঘেঁটে পূর্ব বর্ধমানের ডাকাবুকো বিজেপি নেতার দাদার নাম প্রকাশ্যে এনে হুলস্থুল ফেলে দিয়েছে শাসক দল।তারই সাথে ’চোরের বড় গলা“ বলে পাল্টা কটাক্ষে শুভেন্দু অধিকারীকে বিঁধেছেন শাসক দল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
এস.এস.সি (SSC) ১৮০৬ জন অযোগ্য অর্থাৎ ’দাগি’ শিক্ষকের নামের তালিকা শনিবার প্রকাশ করেছে।সেই তালিকায় ৮৬০নম্বরে রয়েছে মৌমিতা কুণ্ডুর নাম ।আর ১৫১৩ নম্বরে রয়েছে সৌরভ সাম-এর নাম।তৃণমূল নেতৃত্বের দাবি,’এই সৌরভ ও মৌমিতা সম্পর্কে স্বামী- স্ত্রী।তাঁরা উত্তরবঙ্গের স্কুলে শিক্ষকতা করতেন।’দাগি’ শিক্ষক সৌরভ সাম বিজেপি যুব মোর্চার রাজ্য পদাধিকারী পিন্টু সাম ওরফে পূরব সাম এর দাদা। আর মৌমিতা কুণ্ডু সম্পর্কে পূরব সামের বৌদি বলে দাবি করা হয়েছে।’ পাশাপাশি তৃণমূলের তরফে এও বলা হয়েছে,“এই পূরব সাম যে সে বিজেপি নেতা নন।তিনি বিজেপি যুব মোর্চার প্রাক্তন জেলা সভাপতি। বর্তমানে তিনি বিজেপি যুব মোর্চার রাজ্য পদাধিকারী।পূর্ব বর্ধমান,বর্ধমান- দুর্গাপুর, বীরভূম ও বোলপুর এর ’বিভাগ ইনচার্য’ পদে বিজেপি নেতা পূরব সাম রয়েছেন” । তৃণমূল নেতৃত্ব এও দাবি করেছেন,’সুপ্রিম রায়ে সৌরভ সাম ও মৌমুতা কুণ্ডুর চাকরি আগেই বাতিল হয়েছিল। এবার তাঁরা এস.এস.সি (SSC) দ্বারা ’দাগি’ শিক্ষক হিসাবে চিহ্নিত হয়েছেন ।
এই তথ্য সামনে আসার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এক হাত নেন তৃণমূলের রাজ্য নেতা দেবু টুডু।তিনি প্রশ্ন তোলেন,“এত কিছু কাণ্ডের পরেও বিরোধী দলনেতা কি করে রাজ্য সরকারকে ’মহাদাগি’ সরকার বলে মন্তব্য করার স্পর্ধা দেখান ? পাল্টা প্রতিক্রিয়ায় দেবু টুডু বলেন, ’এ তো দেখছি চোরের বড় গলা” ! কিন্তু ওর মতো চোর তো বাংলায় বিরল।ওই “দাগি’ টা টাকা নিয়ে কত লোককে যে চাকরি দিয়েছে তার ঠিক নেই! ’দাগি শিক্ষক’ তৈরি করার অন্যতম ওই কারিগরটা এখন সাধু সাজছে বলে দেবু টুডু মন্তব্য করেছেন” ।
এদিকে ’দাগি’ শিক্ষকদের নামের তালিকা সামনে আসার পর বিজেপি নেতা পূরব সামের প্রতিক্রিয়া পাবার জন্য তাকে ফোন করা হলে তিনি ফোন ধরেন নি। পরে তিনি হোয়াটসঅ্যাপ কলে বলেন, ’ আমার বৌদির নাম মৌমিতা কুণ্ডু ,এ কথা ঠিক। তবে এস.এস.সি প্রকাশিত তালিকায় যে মৌমিতা কুণ্ডুর নাম রয়েছে সেই মৌমিতা কুণ্ডু আমার বৌদি নয়। আর আমার দাদা সৌরভ সাম ,রীতিমতো পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে শিক্ষকতার চাকরি পেয়েছেন। কাউকে টাকা পয়সা দিয়ে আমার দাদা চাকরি জোগাড় করেনি ।”
আর পূরব সামের দাদা সৌরভ সাম বলেন,অন্য মৌমিতা কুণ্ডুর সঙ্গে আমার স্ত্রী মৌমিতা কুণ্ডুকে গুলিয়ে দেওয়া হচ্ছে।আমার স্ত্রী মৌমিতা কুণ্ডুর নাম ১৯ হাজারের তালিকায় রয়েছে।সদ্য প্রকাশিত
এস.এস.সি-র (SSC)তালিকায় নেই । সৌরভ সাম এও বলেন,“আমি জলপাইগুড়ির ওদলাবাড়ি হাই স্কুলে শিক্ষকতা করতাম । আমার স্ত্রী মৌমিতা কুণ্ডু মালবাজারের সুভাষিনী গার্লস হাই স্কুলে শিক্ষকতা করতেন। সৌরভ সাম জানান,কাউকে টাকা দিয়ে চাকরি পাননি,পরীক্ষা দিয়ে পাশ করে শিক্ষকতার চাকরি পেয়ে ছিলেন।তার পরেও কোন যুক্তি ও প্রমাণের ভিত্তিতে এস,এস.সি(SSC)আমায় ’দাগি’ শিক্ষক হিসাবে চিহ্নিত করলো তার ব্যাখ্যা এস,এস.সি কেই দিতে হবে।”
এ নিয়ে জেলা বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র তাঁর প্রতিক্রিয়ায় বলেন,“আসন্ন বিধানসভা ভোটের প্রাক্কালে রাজ্যের তৃণমূল সরকার নিজেদের ইমেজ
গড়তে আঠেরো শোর বেশী শিক্ষকে “বলি’ দিল। বিজেপি নেতার পরিবারের যাঁরা শিক্ষকতা করতেন তাঁরা যোগ্য না অযোগ্য ,তার বিচার অধরাই রয়ে থাকলো ।এ সব করে সরকারের ’ইমেজ’ তো বাড়েই নি- বরং ’প্রমাণ হয়ে গেল রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে। সুপ্রিম নির্দেশে এস.এস.সি (SSC) মাথা নত করে ’দাগি’ অর্থাৎ ’অযোগ্য’ শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করলো। কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িতদের নামের তালিকা এস.এস.সি (SSC) বা রাজ্য সরকার কেউ প্রকাশ করেনি।” এবার হয়তো সুপ্রিম কোর্ট সেটা করাবে বলে মৃত্যুঞ্জয় চন্দ্র আশা প্রকাশ করছেন ।
যদিও “দাগি’ শিক্ষকের তালিকায় বিজেপি নেতা পিন্টু সামের দাদার নাম থাকাটাকে তৃণমূল ও বিজেপির সেটিং বলে দাবি করেছেন জেলা কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার। বিজেপি নেতার দাদা তৃণমূলের কোন নেতাকে কত টাকা দিয়ে শিক্ষকতার চাকরি পেয়েছিলেন তা প্রকাশ্যে আনার দাবি গৌরব সমাদ্দার রেখেছেন ।।