দিব্যেন্দু রায়,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),২৯ মার্চ : রাতারাতি বদলে গেল ‘বনপাস স্টেশন’ এর নাম। নাম পরিবর্তন করে করা হয়েছে ‘পাহাড়গঞ্জ হল্ট’ । তবে জানা যাচ্ছে এই পরিবর্তিত নাম মাত্র ৩ দিন স্থায়ী হবে । বৃহস্পতিবার ( ৩০ মার্চ ২০২৩)-এর পর ফের পূর্বের নামে ফিরে আসবে আউশগ্রামের এই রেল স্টেশনটি । আসলে এই নাম বদলের পিছনে রেলদপ্তরের কোনো পরিকল্পনা নেই,পৃথা চক্রবর্তীর পরিচালনায় ‘পাহাড়গঞ্জ হল্ট’ নামে একটি বাংলা চলচিত্রের কারনে রাতারাতি বদলে ফেলা হয়েছে ‘বনপাস স্টেশন’-এর নাম ।
ছবিটিতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী,পাওলি দাম,খরাজ মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, সোহাগ সেনের মতো অভিনেতা- অভিনেত্রীরা । মুখ্য ভূমিকায় রয়েছেন ঋত্বিক চক্রবর্তী ও পাওলি দাম । রেল দফতরের অনুমতি নিয়েই স্টেশনের নাম পরিবর্তন করা হয়েছে । মঙ্গলবার থেকে শ্যুটিং শুরু হয়েছে । সকাল ৭ টাকা রাত ৯ টা পর্যন্ত শুটিং চলছে ।
তবে আচমকা রেলস্টেশনের নাম পরিবর্তনের কারনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে রেলযাত্রীদের মধ্যে । বিল্বগ্রামের বাসিন্দা অসিত ভট্টাচার্য্য নামে এক নিত্যযাত্রী ফেসবুকে এনিয়ে ক্ষোভপ্রকাশ করে লিখেছেন,’বনপাস স্টেশনের নাম রাতারাতি পাল্টে গিয়ে হল “পাহাড়গঞ্জ হল্ট স্টেশন।” খুব ভালো কথা । কিন্তু দুর্ভাগ্য, এ বিষয়ে রেল কর্তৃপক্ষের বা দায়িত্বশীল জনসংযোগ আধিকারিকের পক্ষ থেকে জনগণের কাছে আগাম কোন প্রচার বা নির্দেশিকা কেন দেওয়া হল না? পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক বা সেফটি অফিসারের বা রেল কর্তৃপক্ষের এ বিষয়ে একটু বোঝা উচিত ছিল যে,
রেল কেবল মাত্র লাভার্জনের জায়গা নয় বা স্ফূর্তি করার জায়গা নয়। ভারতীয় রেল হল মূলত সেবামূলক প্রতিষ্ঠান ।’এই বিষয়ে মতামত নেওয়ার জন্য পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রকে ফোন করা হলে তিনি বলেন,’তিন দিনের জন্য ওই জায়গায় শ্যুটিং চলবে । এই কারনে যাত্রীদের কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ।’।